Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  অনেক বছর আগে ভ্রমণকে শুধুমাত্র একটা বিলাসিতা হিসাবে দেখা হত। তবে কালের পরিবর্তনের সাথে সাথে ভ্রমণ হয়েছে দাঁড়িয়েছে জীবনের নিত্যপ্রয়োজনীয় একটি অংশ। শুধু তাই নয়, প্রযুক্তির বিস্তারের সঙ্গে বৃদ্ধি পেয়েছে ভ্রমণের আনুষঙ্গিক সুবিধাও। ডিজিটাল যুগে ভ্রমণে শুধুমাত্র ঘুরতে গিয়ে থাকা এবং খাওয়াই নয়, যুক্ত হয়েছে আরও অনেক বাড়তি সেবা। আপনার ভ্রমণের দিনগুলোর সবচাইতে কার্যকর ব্যবহার কীভাবে করবেন, সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা।

মালদ্বীপ, তুরস্ক, থাইল্যান্ড, নেপাল, ইন্ডিয়া—বর্তমানের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণের গন্তব্য। দেশের ভিতরের ভ্রমণের তুলনায় বিদেশ ভ্রমণটাই এখন বেশি জনপ্রিয়। স্বপ্ন দূর-দূরান্তের দেশে ভ্রমণের হলেও, অনেক সময়ই তা পূর্ণ হয়না। কারণ ভ্রমণের সময় প্রথমেই যে বিষয়ে ভাবতে হয়, তা হল বাজেট। বাজেটের জন্যই আবার অনেক সময় স্বপ্নের ভ্রমণ পরিকল্পনায় ঘাটতি থেকে যায়।

বাজেটের ক্ষেত্রে সাহায্য করতে এখন চলে এসেছে নতুন বেশ কিছু প্রযুক্তিগত সেবা। ভ্রমণের ক্ষেত্রে যেন কোনো বাধা না থাকে, সেটা নিশ্চিত করতে ব্যবহার করতে পারেন ট্রাভেল লোন। ইএমআই সুবিধার কথা এখন অনেকেই জানে এবং ব্যবহার করে। এখন ভ্রমণের জন্য আলাদা ভাবে বিশেষ সুবিধা যুক্ত ০% ইএমআই সেবা দিচ্ছে গোযায়ান। ফ্লাইট, হোটেল কিংবা ট্যুর- ভ্রমণ সংক্রান্ত সব ধরনের সেবার ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন এই সুবিধাটি। শুধু তাই নয়, গোযায়ান-ই একমাত্র ভ্রমণ বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম যেখানে বর্তমানে ফ্লাইটের ক্ষেত্রেও এই সুবিধাটি পাওয়া যাচ্ছে। তাই ভ্রমণের ক্ষেত্রে এখন কোনো বাধা মানারই প্রয়োজন নেই।

বাজেটের সমস্যা সমাধান হলেই থাকা খাওয়ার ব্যবস্থার শুরু। বিদেশি হোটেল বুকিং এর ক্ষেত্রে অনেককেই ঝামেলা পোহাতে হয়, কারণ বাংলাদেশ থেকে বুকিং দেওয়ার সরাসরি ব্যবস্থা নেই বললেই চলে। নিজ চোখে দেখে অনলাইনেই বুকিং করে ফেলার সুযোগ যেমন নেই, তেমনি বাংলাদেশি মুদ্রা অথবা পেমেন্ট পদ্ধতিতেও পেমেন্ট করা সম্ভব হয়না। ওয়েবসাইট ব্যবহারে বুকিং করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে বিশেষ ক্রেডিট কার্ডের, যা অনেকের কাছেই নেই। তাছাড়াও বর্তমান বাজারে ভীনদেশি মুদ্রার আকাশচুম্বী দাম এবং স্বল্পতার কারণে গন্তব্যে পৌঁছে লেনদেন করাও বেশ লোকসান জনক। এই সমস্যার সমাধান করতেই গোযায়ান দেশের বৃহত্তম আন্তর্জাতিক হোটেলের সমাহার নিয়ে এসেছে তাদের প্ল্যাটফর্মে। ফলে এখন সহজেই বুক করে ফেলতে পারবেন পৃথিবীর যেকোন প্রান্তের হোটেল। পেমেন্ট করা সম্ভব বাংলাদেশি টাকা অথবা প্রচলিত যেকোন অনলাইন মাধ্যমেও। সবচেয়ে সুবিধার ব্যাপার হলো, এই বুকিং এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে ইএমআই অথবা ট্রাভেল লোন সুবিধাও।

থাকা-খাওয়ার বাইরেও বর্তমানে বিদেশ ভ্রমণে অনেক বড় একটি দুশ্চিন্তা হল নিরাপত্তা। স্বাস্থ্য সচেতন হওয়াটা এখন জীবনের প্রতিটি প্রান্তরে একেবারেই বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। অনেক দেশে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ বিমা থাকাটা বাধ্যতামূলক। কিছু কিছু দেশে এখনো আছে কোভিড টেস্টের নিয়ম। এই সমস্যার সমাধান করতে গোযায়ান এ পাবেন ভ্রমণ বিমা, কোভিড টেস্ট ইত্যাদি সব সুবিধা। ফ্লাইট বুক করার সময়ই বুক করে ফেলতে পারবেন বাড়তি এইসব সেবা। শুধু তাই নয়, খুবই অল্প খরচেই এখানে পেয়ে যাবেন ব্যাগেজের জন্য সুরক্ষা। ভ্রমণকালে যদি ব্যাগেজ হারিয়ে যায় বা কোনোধরনের ক্ষতি হয়, তবে পেয়ে যাবেন ৭০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ। ফলে ভ্রমণের সব ধরনের সমাধান এখন পেয়ে যাবেন একই জায়গায়।ডিজিটাল যুগে ভ্রমণের সঙ্গে যোগ হয়েছে অনেক জানা-অজানা সুবিধা। ভ্রমণের আগে ভালোমত জেনে নিন আপনার স্বপ্নের ভ্রমণটি সত্য করার সবচেয়ে কার্যকর পদ্ধতি। ভ্রমণ চলতে থাকুক বাধাহীন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ আগস্ট ২০২২ /এমএম