Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ লাগামহীন নিত্যপণ্যের বাজারে নিম্নবিত্ত মানুষের শেষ ভরসা ছিল আলু। যেকোনো তরকারির সঙ্গে চলে এই সবজি। অবশেষে সেই আলুর দামও বেড়েছে লাফিয়ে। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা সাদা ও লাল আলুর দাম বেড়েছে।খুচরা ব্যবসায়ীরা জানান, দেশের সব পণ্যের দাম বেড়ে আগুন। শেষমেশ আলুর উপরও এই প্রভাব পড়েছে। বেশি দামে কিনতে হয়েছে। ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন তারা।পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এ বছর বন্যার কারণে সব আলু নষ্ট হয়ে গেছে। তাই চাহিদা অনুসারে সরবরাহ কমেছে। ফলে আলুর দামও বাজারে বেড়েছে।

বুধবার (৩ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল বাজার, মালিবাগ বাজার, রামপুরা কাঁচাবাজার, কাঁটাবন কাঁচাবাজরে সাদা ও লাল রঙের আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। কারওয়ান বাজারের বেশ কিছু দোকানে ৩০ টাকা প্রতি কেজি আলু বিক্রি হতে দেখা যায়। গত সপ্তাহে ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হয়। তার আগে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হয়েছে সাদা ও লাল আলু। কয়েক সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে গত বছর ৭০ থেকে ৮০ লাখ টন চাহিদার বিপরীতে এক কোটি ১০ লাখ টন আলু উৎপাদন হয়েছিল।অন্যদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, ওই বছরের জুলাই-আগস্টে প্রতি কেজি আলু বিক্রি হয়েছিল ২০-২৫ টাকা করে। এ বছর দামের ব্যবধান ২৯ শতাংশ বেড়েছে। আর শেষ সপ্তাহে ব্যবধান বেড়েছে সাড়ে পাঁচ শতাংশ।

ফার্মগেট সবজি বিক্রেতা মলয় দাস বলেন, আলু উৎপাদন কম হওয়ায় পাইকারি বাজার থেকে কেজিতে পাঁচ থেকে সাত টাকা বেশি দিয়ে সাদা ও লাল আলু কিনতে হচ্ছে। এজন্য গত সপ্তাহ থেকে একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে।রামপুরা বাজারের সবজি বিক্রেতা ফরিদ আহমেদ ঢাকাটাইমসকে বলেন, ঈদের পর থেকে ১/২ টাকা করে আলুর দাম বেড়েছে। তবে গত ২/৩ দিন ধরে ১০ থেকে ১৫ টাকা কেজি প্রতি বেড়েছে। আগে প্রতি কেজি বিক্রি করেছি ২০ থেকে ২৫ টাকা। আজ বিক্রি করছি ৩৫ থেকে ৪০ টাকা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ আগস্ট ২০২২ /এমএম