Menu

বাজেটকে স্বাগত জানিয়েছে'আমরাই ডিজিটাল বাংলাদেশ'

বাংলানিউজসিএ ডেস্ক :: বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। অতীতের সব বাজেটকে ছাপিয়ে বেড়েছে বাজেটের আকার, বেড়েছে প্রত্যাশা। বহুল প্রত্যাশিত বাজেটে অন্যান্য খাতের মত আইসিটি খাতেও বেড়েছে বরাদ্দ। বিগত অর্থ বছরের তুলনায় যা দুই হাজার ৬৬২ কোটি টাকা বেশি, প্রায় প্রায় ১৫ হাজার ৭৭৩ কোটি !

তথ্য প্রযুক্তি খাতে অধিক বরাদ্দের বিবেচনায় নিয়ে প্রনীত এই বাজেটকে স্বাগত জানিয়েছে তথ্য প্রয্যুক্তি উদ্যোক্তাদের সংগঠন আমরাই ডিজিটাল বাংলাদেশ।

আমরাই ডিজিটাল বাংলাদেশ এর আহবায়ক লিয়াকত হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে ২০০৮ সালে যাত্রার শুরু থেকেই ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকার তথ্য প্রযুক্তি খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। এই বাজেটে আরো বেশি বরাদ্দ, আরো ব্যাপক দিক নির্দেশনা ও সুস্পষ্ট কর্মপরিকল্পনা অন্তর্ভূক্তির মধ্য দিয়ে তা প্রত্যাশা পূরণ করেছে বলে মনে করছেন তিনি। চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে তথ্য প্রযুক্তি ভিত্তিক জনবল ও অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে বাজেটে যে দিক নির্দেশনা রয়েছে তিনি তারও প্রশংসা করেন।

স্টার্টাপ কোম্পানিগুলোর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের সুপারিশ রাখার প্রশংসা করেছেন আমরাই ডিজিটাল বাংলাদেশের যুগ্ম আহবায়ক ও সংসদ সদস্য রুবিনা মিরা। এই বরাদ্দ হাজারো তরুণ তথ্য প্রযুক্তি উদ্যোক্তাকে স্বপ্ন দেখাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া সামগ্রিকভাবে সরকারের প্রতিটা বিভাগকেই তথ্য প্রযুক্তির মাধ্যমে আরো বেশি গতিশীল করার যে প্রতিশ্রুতি বাজেটে রয়েছে তিনি তারও প্রশংসা করেন। একই সাথে যুগোপযোগী একটি উন্নয়নমূলক বাজেট হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে আমরাই ডিজিটাল বাংলাদেশের কার্যকরী সদস্যরা বাজেটে সম্ভাবনাময় নবীন খাত ই-কমার্সের উপর ৭.৫% মূসক বসানোর প্রস্তাবনাকে পূণরায় সরকার ভেবে দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা বিশ্বাস করেন আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার তাই সর্বশেষ সিদ্ধান্ত সরকার যেটা নিবে সেটা পুরোপুরিভাবে দেশের মানুষের মঙ্গলার্থেই নেয়া হবে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৭ জুন ২০১৯/ এমএম