Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২ জুলাই থেকে ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে। তাই ১৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। এই হিসেবে ১৫ দিনের ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলবে ১৭ জুলাই।রবিবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়টি জানানো হয়।

এতে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে ২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসমূহ এবং ২ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার আতাউর রহমান বলেন, ছুটি চলাকালে জরুরি সেবাসমূহ চালু থাকবে। তবে হল বন্ধের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে প্রভোস্ট কাউন্সিলের সাথে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২০ জুন  ২০২২ /এমএম