আহসান রাজীব বুলবুল, কানাডা :: শ্রাবনের মেঘ রৌদ্রের লুকিচুরিতে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরি পালন করল বার্ষিক বনভোজন।
সারাদিন ব্যাপী এই বনভোজন প্রবাসী এক মিলন মেলায় পরিনত হয়েছিলএয়ারড্রির নোজ ক্রিক রিজিয়নাল পার্কে অনুষ্ঠিত হলো এই বনভোজন।
প্রবাসী বাঙ্গালীরা আনন্দে মেতে উঠেছিল আর উপভোগ করছিল প্রকৃতির অবয়ব রুপ আর নৈসনিক সৌন্দর্যকে।
সাথে বাড়তি যোগ হয়েছিল বিভিন্ন ধরনের খাবার।
সারাদিন ব্যাপী এই বোনভোজনে ছিল ছোট ছোট শিশু কিশোরদের বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা,ছিল বড়দের দৌড় আর মহিলাদের আকর্ষনীয় বালিশ খেলা।
পরিশেষে পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে শেষ হয়।
” সানলাইফ ফাইনালসিয়াল” এ্যাডভাইজার সোহেল হাওলাদার গত ২১ জুলাই বাংলাদেশ কানাডা এ্যাসোসিয়েশন অব ক্যালগেরির বনভোজনে ক্যালগেরিতে বেড়াতে আসাএকুশে পদক প্রাপ্ত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অভিনেতা-নির্দেশক জামালউদ্দিন হোসেন এবং বিশিষ্ট অভিনেত্রী রওশন আরা হোসেনকে উপহার সামগ্রী দিয়ে অভ্যত্থনা জানান।
অনুষ্ঠানে একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অভিনেতা-নির্দেশক জামালউদ্দিন হোসেন এবং বিশিষ্ট অভিনেত্রী রওশন আরা আরো প্রানবন্ত করে তোলেন।
বাংলানিউজসিএ/ঢাকা / ২২ জুলাই ২০১৯/ এমএম