Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ সুনামগঞ্জে ঘুরতে গিয়ে বন্যার কবলে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২১ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে খবর পেয়ে ঢাবি শিক্ষার্থীদেরকে উদ্ধার করতে শহরের পানশী রেস্তোরাঁয় যান সিলেট জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন৷ সেখানে থেকে শিক্ষার্থীদের সরিয়ে জেলা পুলিশ লাইনসে নেওয়া হয়।

ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শোয়াইব আহমেদ শুক্রবার সন্ধ্যায় ফোনে সাংবাদিকদের জানান, তারা এখন পানশী রেঁস্তোরা থেকে পুলিশ লাইনে যাওয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছেন৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও বিভাগের চেয়ারম্যান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন শিক্ষার্থীদের সঙ্গে।গত ১৪ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সুনামগঞ্জ ভ্রমণে যান ঢাবির ২১ জন শিক্ষার্থী। এদের মধ্যে সাতজন নারী শিক্ষার্থী রয়েছেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ জুন  ২০২২ /এমএম