বাংলানিউজসিএ ডেস্ক :: গর্ভাবস্থায় মায়েদের জন্য ডায়াবেটিস ভয়াবহ সমস্যা। গর্ভাবস্থায় মায়ের এই রোগ থাকলে তা শিশুর জন্য ভয়াবহ ক্ষতির কারণ। কারণ মায়ের সঙ্গে সঙ্গে শিশুটিও ঝুঁকির মধ্যে পড়ে।
ডায়াবেটিস মানে রক্তের শর্করার আধিক্য। ডায়াবেটিস হলে জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। যেসব মায়েরা গর্ভকালীন ডায়াবেটিস হয় তাদের অন্য মায়েদের চেয়ে বেশি সর্তক থাকতে হবে।
মায়ের আগে থেকেই ডায়াবেটিস থাকলে সন্তান গ্রহণের সময়ও সতর্ক থাকতে হবে। এসব ক্ষেত্রে প্রথম থেকেই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে। এছাড়া প্রসব (ডেলিভারি) অবশ্যই হাসপাতালেই করতে হবে।
গর্ভকালীন ডায়াবেটিস থাকলে সেই মায়ের অনাগত শিশু নানা রকম ঝুঁকিতে ভোগে। আসুন জেনে নেই গর্ভকালীন ডায়াবেটিস থাকলে শিশুর যেসব ঝুঁকি বাড়ে।
১.গর্ভপাত হতে পারে।
২.সময়ের আগে শিশু জন্ম নেয়া।
৩. গর্ভে হঠাৎ মৃত্যু।
৪. অতিরিক্ত ওজন নিয়ে জন্ম হওয়া।
৫. জন্মগত নানা জটিলতা।
৬. জন্মের পরপর হঠাৎ শিশুর রক্তে শর্করা কমে যেতে পারে।
৭. খিঁচুনি বা শ্বাসকষ্ট হতে পারে।
৮. সেই শিশু ডায়াবেটিস নিয়ে জন্ম নেবে, তা যথার্থ নয়। পরবর্তী সময়ে বড় হওয়ার পর অন্যদের তুলনায় তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি একটু বেশি।
বাংলানিউজসিএ/ঢাকা / ১৬ জুলাই ২০১৯/ এমএম





