Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি পরীক্ষা ২০২১ আগামী ২৬ নভেম্বর শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ৩০৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আফম মেসবাহ উদ্দিন মঙ্গলবার জানান, প্রথম ও দ্বিতীয় বর্ষে সর্বমোট ৮৩ হাজার ১৩৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এবার পুরুষ পরীক্ষার্থী ৫২ হাজার ৫২৬ জন এবং নারী ৩০ হাজার ৬০৮ জন। প্রতিবারের মতো এবারো প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণ করবে।এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হবে। এ পরীক্ষা শুধুমাত্র শুক্র ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। আগামী ১০ ডিসেম্বর ২০২১ পরীক্ষা শেষ হবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ নভেম্বর  ২০২১ /এমএম