Menu

কানাডায় সড়ক দুর্ঘনায় নিহত রত্না বেগমের দাফন কাজ সম্পন্ন

বাংলানিউজসিএ ডেস্ক :: ২২ জুন শনিবার স্থানীয় সময় দুপুর ২:৩০ মিনিটে রিজেন্ট পার্ক কমিউনিটি সেন্টারের বিশাল খেলার মাঠে রত্না বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কমিউনিটির পাঁচ হাজারেরও বেশী মানুষ অংশগ্রহণ করেন। জানাজার নামাজ পড়ান মরহুমার স্বামী মাওলানা মিসবাহ উদ্দিন যিনি কমিউনিটিতে মেছবাহ হুজুর নামে পরিচিত। জানাজা শেষে মরহুমার মরদেহ মুসলিম কবরস্থানে দাফন করা হয়।

কানাডায় সড়ক দুর্ঘনায় নিহত রত্না বেগমের দাফন কাজ সম্পন্ন

বাংলাদেশের সিলেট শহরের বরইকান্দি এলাকার বাসিন্দা রত্না বেগম স্বামী সন্তানদের নিয়ে ডাউনটাউনের রিজেন্ট পার্কে বসবাস করে আসছিলেন। মোবাশ্বির (১১), মোদাব্বির (৯) এবং খাদিজা (৬) তিন শিশু সন্তানের জননী গত ২০ জুন বৃহস্পতিবার ডানডাস স্ট্রীট ও রিজেন্ট পার্ক বুলেভার্ড ইন্টারসেকশনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। সবুজ বাতির জন্য অপেক্ষারত ডান্ডাস স্ট্রীটে দাড়িয়ে থাকা এই নারীকে উল্টোপথে আসা একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়ি চালক পায়ে হেটে পালিয়ে যায় এবং পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৪ জুন ২০১৯/ এমএম


এই বিভাগের আরও সংবাদ