Menu

আহসান রাজীব বুলবুল, কানাডা :: দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বাংলাদেশ অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচিত হতে পারে। বাংলাদেশে রয়েছে স্থিতিশীল রাজনৈতিক অবস্থা, উৎপাদিত পণ্যের বিশাল বাজার ও উৎপাদনের জন্য নিম্ন শ্রমমজুরি। সর্বোপরি সরকারের পক্ষ থেকে রয়েছে বিভিন্ন ধরনের বিনিয়োগ প্রণোদনা প্যাকেজ। কানাডার ব্যবসায়ীদের বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণের জন্য আয়োজিত এক সেমিনারে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাই কমিশনার জনাব মিজানুর রহমান এসব কথা বলেন।

বাংলাদেশের উন্নয়নের চিত্র, বিনিয়োগের পরিবেশ, বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্র এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরার লক্ষ্যে কানাডার অন্টারিও প্রদেশের মোটরযান নির্মাণ শিল্পের রাজধানী হিসাবে খ্যাত উইন্ডসরে বাংলাদেশ হাই কমিশন, অটোয়া, কানাডার উদ্যোগে উইন্ডসর ইউনির্ভাসিটির অডিট স্কুল অব বিজনেস অনুষদের সেমিনার কক্ষে গত বুধবার (১২ জুন) উইন্ডসর-এসেক্স রিজিওনাল চেম্বার অব কমার্স ও অডিট স্কুল অব বিজনেস এর সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারের প্রতিপাদ্য ছিল- “বাংলাদেশঃ ইউর ডেস্টিনেশন ফর ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট”। উইন্ডসর ইউনির্ভাসিটির অডিটি স্কুল অব বিজনেস অনুষদের এসোসিয়েট ডিন প্রফেসর ড. ফজলে বাকীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের উপস্থাপনা, বাংলাদেশের উপর নির্মিত একটি প্রামাণ্য ভিডিও চিত্রের প্রদর্শনী, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও প্যানেল ডিসকাশন এবং সর্বশেষে ইন্টারএকটিভ প্রশ্নোত্তর পর্ব সেমিনারটিতে ভিন্ন মাত্রা যোগ করে।

সেমিনারে সভাপতিত্ব করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাই কমিশনার জনাব মিজানুর রহমান। উইন্ডসর-এসেক্স রিজিওনাল চেম্বার অব কমার্স এর ৩০ জন কানাডিয়ান ব্যবসায়ী এতে অংশ নেন। এ ছাড়াও, উপস্থিত ছিলেন উইন্ডসর ইউনির্ভাসিটির অডিট স্কুল অব বিজনেস অনুষদের ও প্রকৌশল অনুষদের শিক্ষকবৃন্দ, ব্যাংক কর্মকর্তা, উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবী ও প্রবাসী বাংলাদেশী ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইন্ডসর ইউনির্ভাসিটির প্রেসিডেন্ট প্রফেসর ড. ডগলাস ক্নেইল, অডিট স্কুল অব বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. মিতচেল ফিল্ডস, উইন্ডসর-এসেক্স রিজিওনাল চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট ও সিইও মি: রাকেশ নাইডু, উইন্ডসর-এসেক্স কানাডা-বাংলাদেশ সংগঠনের প্রেসিডেন্ট সাইফুল ভূইয়া।

সেমিনারের শুরুতেই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নের চিত্র, বিনিয়োগ ইত্যাদির উপর একটি প্রামাণ্য ভিডিও চিত্র পরিবেশিত হয়। এরপরেই সূচনা বক্তব্য দেন উইন্ডসর ইউনির্ভাসিটির প্রেসিডেন্ট প্রফেসর ড. ডগলাস ক্নেইল। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের দ্রুত উন্নতির ভূয়সী প্রশংসা করেন এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও অন্য ক্ষেত্রে কানাডার সাথে বাংলাদেশের যোগাযোগের ধারা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কানাডায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাই কমিশনার মিজানুর রহমান তাঁর স্বাগত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে এবং বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ সম্পর্কে এবং বিগত ১০ বছরে বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের চিত্র ব্যবসায়ীদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে একটি চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান রয়েছে। এর ফলে দুই দেশের বাণিজ্য ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। দুই দেশের এ সম্পর্কের ক্ষেত্রে ব্যবসায়ীদের অনেক ভূমিকা রয়েছে। তিনি তাঁর উপস্থাপনায় আইটি ও সেবা খাতে বাংলাদেশের অপার সম্ভাবনাময় বঙ্গবন্ধু হাইটেক পার্কে আইটি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) কানাডিয়ান শিল্পাঞ্চল স্থাপনের গুরুত্বারোপ করেন। এ ছাড়া্র, বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যাল, তথ্যপ্রযুক্তি, চামড়া ও চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, সিরামিকস, নবায়নযোগ্য শক্তি, ব্ল-ইকোনমি ও ট্যুরিজম ইত্যাদিতে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার চিত্র তুলে ধরে বিদ্যমান সম্পর্ককে আরো শক্তিশালী করতে বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি তিনি কানাডার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর উদাত্ত আহ্বান জানান।

সেমিনারে কাউন্সেলর কমার্স মো. শাকিল মাহমুদ ‘বাংলাদেশঃ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিস’ শিরোনামে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন। কানাডার সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সামগ্রিক চিত্র এখানে তুলে ধরা হয়। মোটরযান নির্মাণ শিল্পে বাংলাদেশের পাটজাত পণ্য হতে কিভাবে মোটর গাড়ীর প্যানেল, ড্যাশ বোর্ড কভার, গাড়ীর সীট ইত্যাদি স্পেয়ার পার্টস নির্মিত হচ্ছে তা তুলে ধরা হয় এবং কানাডার মোটারযান শিল্পে বাংলাদেশের সম্ভাবনাময় পাটজাত পণ্যের ব্যবহারের বিষয়টি গুরুত্বারোপ করা হয়। এছাড়া হাইটেক পার্ক ও নির্ধারিত অর্থনৈতিক অঞ্চলে বরাদ্দ নিয়ে বিনিয়োগ করার সুযোগসহ বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রও তুলে ধরা হয়।

সেমিনারে কাউন্সেলর রাজনৈতিক মিয়া মো. মাইনুল কবির পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শুরুতে তিনি সংক্ষিপ্তভাবে বাংলাদেশের ইতিহাস, বিরাজমান স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ও ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। এরপর তিনি বাংলাদেশের এমডিজি বাস্তবায়নের সাফল্য এবং এসডিজি বাস্তবায়নে বর্তমান অগ্রগতির চিত্র তুলে ধরার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক জোটে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। ২০১৮ সালে বাংলাদেশের এলডিসি হতে এমআইসিতে উত্তোরণের যোগ্যতা অর্জন, সুসংগঠিত ভূ-রাজনৈতিক অবস্থান, সুবিশাল অভ্যন্তরীণ বাজার ও কানেক্টিভিটি বৃদ্ধিতে সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোকপাত করেন।

প্যানেল ডিসকাশন পর্বে অংশগ্রহণ করেন যথাক্রমে অডিট স্কুল অব বিজনেস অনুষদের ডীন প্রফেসর ড. মিতচেল ফিল্ডস, উইন্ডসর-এসেক্স রিজিওনাল চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট ও সিইও মি: রাকেশ নাইডু, উইন্ডসর-এসেক্স কানাডা-বাংলাদেশ সংগঠনের প্রেসিডেন্ট জনাব সাইফুল ভূইয়া, বাংলাদেশ হাই কমিশন হতে জনাব মিয়া মোঃ মাইনুল কবির, কাউন্সেলর রাজনৈতিক এবং জনাব মোঃ শাকিল মাহমুদ, কাউন্সেলর কমার্স প্রমুখ। বক্তাগণ কানাডা ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান ব্যবসা-বানিজ্য সম্প্রসারণে নিজ নিজ অবস্থান থেকে বক্তব্য পেশ করেন।

প্যানেল ডিসকাশন পর্ব শেষে প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। বিপুল আগ্রহ ও স্বতঃস্ফূর্তভাবে প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনায় অংশ নেন আলোচকবৃন্দ ও উপস্থিত ব্যবসায়ী, শিক্ষক বৃন্দ, ব্যাংক কর্মকর্তা, উদ্যোক্তা, ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ। অংশগ্রহণকারীদের পক্ষ হতে হাইকমিশনের এ উদ্যোগকে সাধুবাদ জানান হয় এবং কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সবাই আশা প্রকাশ করেন।

এ সেমিনার আয়োজনের পাশাপাশি উইন্ডসরে বাংলাদেশ হাই কমিশন হতে প্রবাসীদের জন্য গত ৯ জুন হতে ১১ জুন তারিখ পর্যন্ত ০৩ (তিন) দিন ব্যাপী কনসুলার সেবা প্রদান করা হয় যেখানে ব্যপক সংখ্যক কনসুলার সেবা প্রত্যাশীর সমাগম ঘটে।

এছাড়া সেমিনার পর্ব শেষে মান্যবর হাইকমিশনার পর্যায়ক্রমে উইন্ডসর শহরের মেয়র মিঃড্রিউ ডিলকেনস, উইন্ডসর-এসেক্স রিজিওনাল চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট ও সিইও মিঃ রাকেশ নাইডু, উইন্ডসর ইউনির্ভাসিটির অডিটি স্কুল অব বিজনেস অনুষদের ডীন প্রফেসর ড. মিতচেল ফিল্ডস এবং উইন্ডসরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে পৃথক পৃথক বৈঠকে মিলিত হন।

উল্লেখ্য, কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাই কমিশন দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে, বিশেষ করে টরোন্টো, মন্ট্রিল, ক্যালগীরি, ভ্যানকুভার, ম্যানিটোবা, রেজিনা, হ্যালিফেক্স প্রভৃতি শহরে কনসুলার সেবা প্রদানের পাশাপাশি বাংলাদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণে ও বিনিয়োগ আকর্ষণে প্রবাসীদের সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে এ ধরণের সেমিনার আয়োজনের উদ্যোগ নিয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/১৯ জুন ২০১৯/ইএন


এই বিভাগের আরও সংবাদ