Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ আজ মঙ্গলবার ৬ জুলাই কানাডার ১৫৪ বছরের ইতিহাসে এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হলো। মেরী সাইমন নামের একজন আদিবাসী মহিলাকে কানডার ৩০ তম গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হলো।

কানাডার প্রধানমন্ত্রী জাষ্টিন ট্রুডোর সুপারিশ অনুসারে কানাডার হেড অফ স্টেট রানী দ্বিতীয় এলিজাবেথ গভর্নর জেনারেল হিসেবে মেরী সাইমনের এই নিয়োগ অনুমোদন করেছেন। যে আদিবাসী মানুষকে পরাজিত করে কানাডায় প্রথমে ফ্রান্স এবং পরে ফ্রান্সকে পরাজিত করে বৃটিশ উপনিবেশিক শক্তি বিজয়ী হয়েছিল, ১৫৪ বছর পর তার চাকা উলটে গিয়ে আদিবাসীদের সাথে কানাডিয়ানদের সম্পর্কউন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আজ কুইকের “কানাডিয়ান মিউজিয়াম অফ হিস্ট্রি গ্যাটিনিউর” এ এই ঘোষণা দেন এবং বলেন দ্বিতীয় রানী এলিজাবেথ এই অ্যাপয়েন্টমেন্টকে অনুমোদন দিয়েছে।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন-আমাদের উচ্চপদে মিস সিমনের মতো আরও নেতাদের দরকার। সত্যিকারের সমস্যাগুলি গ্রহণ এবং ইতিবাচক পরিবর্তন আনার অর্থ যা তারা বোঝেন। ট্রুডো মঙ্গলবার এই ঘোষণায় বলেন, আজ ঠিক এটিই আমাদের এখানে এনেছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ জুলাই ২০২১ /এমএম


এই বিভাগের আরও সংবাদ