Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বিসিএস স্বপ্নসারথিরা প্রস্তুতি নিতে শুরু করেছেন অনেকেই। ৪৩ তম বিসিএস প্রিলিমিনারির ঢের সময় বাকি নেই। তাই এখন থেকেই গুছানো প্রস্তুতি নিতে হবে।আজ সাধারণ বিজ্ঞান বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে।প্লুটো আবিষ্কৃত হয় কত সালে? -১৯৩০ সালে।

আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী? -লুব্ধক।

‘সবুজ গ্রহ’ কাকে বলা হয়

-ইউরেনাসকে।

শীতল, প্রাণহীন, ধু ধু মরু হিসাবে বর্ণনা করা হয়েছে কোন গ্রহকে? -মঙ্গল

গ্যালাক্সির ক্ষুদ্র নাম কী? -ছায়াপথ।

‘শান্ত সাগর’ কোথায় অবস্থিত? -চাঁদে।

কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে?

-৭৬ বছর পর।

পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে কত সময় লাগে? -সাড়ে ২৯ দিন।

নিজ কক্ষপথে একবার ঘুরে আসতে বৃহস্পতির কত সময় লাগে?

-৯ ঘণ্টা ৫০ মিনিট।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ জুলাই ২০২১ /এমএম


এই বিভাগের আরও সংবাদ