Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ভয়েস কলিং ফিচার সম্বলিত নতুন স্মার্টওয়াচ বাজারে এসেছে। এটি ফায়ার বোল্ট টক মডেল। সাশ্রয়ী মূল্যের সংস্থার এই স্মার্টওয়াচে গ্রাহকরা পাবে কল করার সুবিধা। পাশাপাশি ফিটনেস ট্র্যাকারের ব্যবস্থার জন্য রয়েছে পানি প্রতিরোধ ক্ষমতাও।

এছাড়া ব্লুটুথ ভয়েস এবং কল মোড সক্রিয় থাকলে সংস্থার স্মার্টওয়াচে টানা ৫ দিনের ব্যাটারি লাইফ মিলবে। টানা ১০ দিনের ব্যাটারি লাইফ পাবে গ্রাহকরা। ভারতে স্মার্টওয়াচটি বিক্রি হচ্ছে ৪৯৯৯ রুপিতে। কালো, সবুজ এবং ধূসর এই তিনটি রঙের সম্ভারে বাজারে পাওয়া যাচ্ছে।

স্মার্টওয়াচটি ব্লুটুথ ভয়েস এবং কল করার বৈশিষ্ট্যের মতো সুবিধা প্রদান করছে। এতে ব্লুটুথ ৫ কানেকটিভি রয়েছে। অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে।নতুন এই স্মার্টওয়াচে থাকছে ৪৪ মিলিমিটারের কার্ভড গ্লাস।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ জুন ২০২১ /এমএম