আহসান রাজীব বুলবুল, কানাডা :: কানাডার ক্যালগ্যারীর বিভিন্ন স্থানে পালিত হয় পবিত্র ঈদের জামাত। ক্যালগেরীর আকরাম জুম্বা মসজিদের বাইরে বিশাল তাবু টানিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল নয়টায়।
এখানে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলিম একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করে। এছাড়াও বাইতুল মোকাররম ইসলামিক সেন্টার অব ক্যালগেরী (বিএমআইসিসি) উদ্যোগে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল ৯টায় এবং দ্বিতীয় জামাত ৯:৪৫মি ক্যালগেরীর কমনওয়েলদ সেন্টারে ।
ধর্মীয় ভাবগাম্ভির্য্যরে মধ্য দিয়ে বিপুল সংখ্যক প্রবাসী বাঙ্গালী পরিবার পরিজন নিয়ে এখানে তাদের নামাজ আদায় করেন। পুরুষদের পাশাপাশি শিশু মহিলারাও এই ঈদ জামাতে অংশ নেয়।
নামাজ শেষে মুসলিম উম্মা ও বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সৌহার্দ্য পরিবেশে একে অপরকে জড়িয়ে ধরে (কোলাকুলি) ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী Jastin Troudu পবিত্র ঈদ ঊপলক্ষে বানী দিয়েছেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৬ জুন ২০১৯/ এমএম