Menu

কানাডায় বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল

আহসান রাজীব বুলবুল:: কানাডার ক্যালগেরীর “আকরাম জুম্মা” মসজিদে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে বাংলাদেশীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রান নারী-পুরুষসহ প্রায় ১৫শত রোজাদার মুসল্লিরা অংশ নেন।

প্রবাসী বাঙালিরা বাংলাদেশ থেকে কানাডায় এলেও রমজান মাসে রোজাদাররা ভুলে যায়নি তাদের বাঙালি সংস্কৃতির। সারাদিন শেষে বাড়িতে বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে চলছে ইফতারের আয়োজন। বাংলাদেশের মত এখানেও বাঙালিরা ছোলা মুড়ি মেখে মুয়াজ্জিনের আজানের ধ্বনির অপেক্ষায় থাকে।

ইফতারের এ আয়োজনে আরও থাকছে পেয়াজি, কলা, আলুর চপ, জিলাপি,খেজুর, চিকেন হালিম আর শরবত। বিশেষ খাবার হিসেবে কমলা, আঙুর, আপেল সহ নানা দেশের বৈচিত্রময় ফল। বাংলাদেশী হোটেলগুলোতেও বেচাকেনি চলছে জমজমাট ইফতারি সহ খিচুরি বিরিয়ানি।

ক্যালগেরিতে বাঙালিদের রয়েছে নিজস্ব একটি মসজিদ। প্রতি বছরের মতো প্রবাসী বাঙালিদের বিএমআইসিসি নামের মসজিদটিতে এবারও আয়োজন করেছে ইফতারের। অসংখ্য নারী পুরুষ এই ইফতারিতে অংশ নিচ্ছে। আদায় করছে তারাবির নামাজ।

প্রবাস জীবনে যান্ত্রিকতাময় দিনগুলোতে ইফতার আর তারাবি নামাজ শেষে এই সময়টাতে প্রবাসী বাঙালিরা মিলিত হয় একে অপরের সাথে। পরিণত হয় মিলনমেলায়। এশিয়ান এলাকায় উৎসব মুখর পরিবেশে সবাই মিলে যখন ইফতার করছে তখন যেন মনে হয় একখন্ড বাংলাদেশ।

ইফতার মাহফিল এ অনুষ্ঠানে আকরাম জুম্মা মসজিদের সিনিয়র ঈমাম জামাল হামওদ বলেন,- বাংলাদেশ কমিউনিটির এই ইফতারের আয়োজন খুবই প্রসংশনীয় উদ্যোগ।রমজান আমাদের সংযম আত্মশুদ্ধি আর ভাতৃত্ববোধের শিক্ষা দেয়। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন আমিন।

বাংলাদেশ কমিউনিটির্র জুবায়ের সিদ্দিকী জানালেন, প্রতিবছরের ন্যায় এবছরও আমরা বাঙ্গালী কমিউনিটির উদ্যোগে ইফতারের আয়োজন করেছি। কমিউনিটির এই স্বতফুর্ত উপস্থিতি আমাদেরকে অনুপ্রনিত করে। বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরাও আমাদের সাথে ইফতারে অংশ নিয়ে সৃষ্টিকর্তার কাছে মাগফেরাত কামনা করি।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শাহেদ হোসেন,মাহবুবুল হক,কাজী মাহমুদুর রহমান,ইকবাল রহমান, জসিম উদ্দিন, ফিরোজ ইফতিখার, কয়েস চৌধুরী, মোহাম্মদ মশিহুজ্জামান, ফজলে অপু, তুরিনচৌধুরী, শাহদাত রহমান সহ বিশিষ্ঠজনরা। ইফতার মাহফিলে বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৩ মে ২০১৯/ এমএম


এই বিভাগের আরও সংবাদ