Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার আলবার্টার ক্যালগেরিতে “স‌ত্যের সা‌থে স‌ন্ধি”- স্লোগা‌নকে সামনে রেখে অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকাপো‌স্ট.কম’ এর উদ্বোধন এবং মিডিয়া জগতে স্বাগত জানালো বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি।

কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোঃ রশিদ রিপন, সাধারণ সম্পাদক জয়ন্ত বসু, সহ-সভাপতি রিতা কর্মকার, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আব্দুল্লা রফিক এবং কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান। অনুষ্ঠানটির পরিচালনা করেন প্রবাসী সাংবাদিক আহসান রাজীব বুলবুল।

এ সময় বাংলাদেশ সেন্টারে ঢাকা পো‌স্টের উদ্বোধন ক‌রেন। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোঃ রশিদ রিপন। তিনি তাঁর বক্তব্যে বলেন– বর্তমান বিশ্বে এখন অনলাইনের বিকল্প নেই। ঢাকা পোস্ট অনলাইন পোর্টাল তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে শুধু দেশেই নয় বিদেশেও প্রবাসীদের সুখ-দুঃখ ও আনন্দসহ সব ধরনের খবরের প্রচার অব্যাহত রাখবে, ক্যালগেরির প্রবাসী বাঙ্গালীদের পক্ষ থেকে এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরো বলেন শুধু বাংলাদেশ নয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য ও ঢাকা পোস্ট একটি নির্ভরযোগ্য গণমাধ্যম হয়ে উঠুক। কোন লেজুড়বৃত্তি আর তৃতীয় পক্ষের এজেন্ডা নয়, সমাজ ও রাষ্ট্রের অতন্দ্র প্রহরী হয়ে সাম্যের পক্ষে ‘ঢাকা পোস্ট ‘ আমাদের পত্রিকা হয়ে উঠুক।

আমরা “ঢাকা পোষ্টের” সাথেই আছি। সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বলেন- তাৎক্ষণিক সংবাদ পরিবেশন এখন কেবলমাত্র অনলাইনেই সম্ভব। সেক্ষেত্রে ঢাকা পোস্ট তারা অগ্রযাত্রায় অবিচল থাকবে এবং ঢাকা পোস্ট ” কে শুধু ঢাকার সংবাদ মাধ্যম হিসেবে দেখতে চাই না, একটি কল্যাণমূখী মুক্ত চিন্তার মাধ্যম হয়ে অনুসন্ধানী সাংবাদিকতা দিয়ে ” ঢাকা পোস্ট ” শোষিত বঞ্চিত, নিপীড়িত মানুষের কন্ঠ হয়ে সমাজের প্রতিচ্ছবি হয়ে উঠুক। স্বাধীনতার মূল্যবোধের প্রতি আস্থাশীল হয়ে একটি সদাজাগ্রত দর্পণ হয়ে মানুষের কল্যাণে এগিয়ে যাক ‘ ঢাকা পোস্ট’।

সহ-সভাপতি রিতা কর্মকার বলেন–আমরা বাংলাদেশ কে মিস্ করলেও দেশ সবসময়ই থাকে আমাদের হৃদয়ে। ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় এগিয়ে যাবে এবং সাংবা‌দিক‌দের আরও বস্তু‌নিষ্ঠতার দি‌কে ম‌নো‌যোগ দি‌য়ে দ্রুত সংবাদ পরিবেশন করতে গিয়ে যেন ভুল তথ্য না দেওয়া হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। “ঢাকা পোস্ট” অনলাইন জগতে শীর্ষ স্থান দখল করুক এটাই আমার প্রত্যাশা।

বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আব্দুল্লা রফিক বলেন- তরুণ দের এখন জয়-জয়াকার। এক ঝাঁক তরুণ সংবাদকর্মী সমাজের রন্ধে রন্ধে যে বৈষম্য তা সংবাদের মধ্যে দিয়ে তুলে ধরবে, অন্যায়-অবিচার, রাজ‌নৈতিক দুর্বৃত্তপনা ও দুর্নী‌তির বিরুদ্ধে সোচ্চার হবে এবং সমা‌জের হিতকর কাজে এগিয়ে এসে ঢাকা পোস্ট বলিষ্ঠ ভূমিকা রাখবে এমনটাই আমার বিশ্বাস। দীর্ঘজীবী হোক ঢাকা পোস্ট।

ঢাকা পোস্ট কে স্বাগত জানিয়ে কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান বলেন, বস্তুনিষ্ঠ, নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে অসাম্প্রদায়িক, সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ বিনির্মানে প্রগতিশীল সংবাদ মাধ্যম হিসেবে ব্যতিক্রমী সহায়ক ভুমিকায় ঢাকা পোস্ট এগিয়ে যাবে বলেই বিশ্বাস করি। সামাজিক ও রাষ্ট্রীয় সংস্কৃতিতে যে কোন অনিয়ম, অনাচারের বিরুদ্ধে ইস্পাত-দৃঢ় বজ্রকন্ঠ হয়ে একটি মূল্যবোধ সম্পন্ন সুখী, সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় সত্যের পথে বলিয়ান হয়ে ঢাকা পোস্ট এগিয়ে যাবে বলে তিনি দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেনউল্লেখ্য করোনা মহামারীর কারনে অনেকেই আসতে না পারায় ফোন করে ঢাকা পোস্ট অনলাইন পোর্টাল কে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৯ ফেব্রুয়ারি ২০২১ /এমএম


এই বিভাগের আরও সংবাদ