Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার ক্যালগেরির প্রবাসী বাঙ্গালীর মেয়ে রিয়ানা তাজরিয়ান ২০২০ সালের প্রিমিয়ার সিটিজেনশিপ অ্যাওয়ার্ড পেয়েছে নেলসন ম্যান্ডেলা হাই স্কুল থেকে।

উল্লেখ্য প্রিমিয়ার সিটিজেনশিপ অ্যাওয়ার্ড হলো কানাডার আলবার্টা সরকারের প্রতি বছর আলবার্টার প্রতিটি হাই স্কুল থেকে একজন ছাত্র / ছাত্রীকে তাঁদের জনসেবা, কমিউনিটি সেবা অথবা স্বেচ্ছাসেবা মূলক কাজের উদ্যোগের জন্য স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়ে থাকে।

প্রবাসী বাঙালি খোন্দকার খায়ের রুবেল ও মা মনিরা বেগম শম্পার একমাত্র কন্যা রিয়ানা বর্তমানে ইউনিভার্সিটি অফ ক্যালগেরির ১ম বর্ষে অধ্যয়নরত। রিয়ানা কমিউনিটিরজনসেবামূলক কর্মকাণ্ড, মানসিক সাস্থ্য সম্পর্কিত সেবা, স্বেচ্ছাসেবা এবং পাবলিক স্পীকিং এ জড়িত।

রিয়ানা বর্তমানে যে সব সংগঠন এর সাথে জড়িত তাদের মধ্যে উল্লেখযোগ্য : কো- ফাউনডার ও প্রেসিডেন্ট অব রানট এন্ড রিলেট, ইয়ুথ এডভোকেট অব ইউনিসেফ, সিনিয়র ইনভেসটিগেটর অব ইউরেকা কানাডা, ইয়ুথ অ্যাম্বাসেডর অব ইয়ুথ এশিয়ান ইয়ুথ মেন্টাল হেলথ অর্গানাইজেশন, ইমারজেন্সি রুম এবং রুগী সেবা ভলান্টিয়ার আলবার্টা হেলথ সার্ভিসেস।

এছাড়াও রিয়ানা বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির হয়ে কমিউনিটির বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করে থাকে।বিদেশের মাটিতে বাংলাদেশের লাল সবুজের পতাকা কে সমুন্নত রাখতে রিয়ানার সামগ্রিক কার্যক্রম ভবিষ্যতে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে বলে মনে করেন রিয়ানার বাবা খোন্দকার খায়ের রুবেল।

অ্যাওয়ার্ড প্রসঙ্গে রিয়ানা জানায়, আমার সব কাজের অনুপ্রেরণা আমার বাবা-মা । আমি মনে করি, ছাত্র জীবন থেকেই লেখা পড়ার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত। সে বাংলাদেশের কালচার ও হেরিটেজের জন্য নিজেকে গর্বিত মনে করে। রিয়ানা তার সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চায়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ ফেব্রুয়ারি ২০২১ /এমএম


এই বিভাগের আরও সংবাদ