Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: মার্কিন সংসদ ভবন বা কংগ্রেসের ভবন ক্যাপিটালে ট্রাম্প সমর্থকদের ঢুকে পড়ার ঘটনার নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বুধবার সন্ধ্যায় ট্রুডো টুইট বার্তায় -যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের এই হামলা “গণতন্ত্রের উপর আক্রমণ” বলে তিনি উল্লেখ করেন এবং এই ঘটনায় কানাডিয়ানরা গভীরভাবে বিরক্ত ও দুঃখ পেয়েছে।

তিনি টুইট বার্তায় আরো বলেন-সহিংসতা কখনই মানুষের ইচ্ছাকে ছাড়িয়ে নিতে সফল হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র অবশ্যই বহাল থাকবে – এবং তা হবে।

অন্যদিকে কানাডার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ফ্রাঙ্কোইস-ফিলিপ চ্যাম্পাগেন পরিস্থিতি দেখে “গভীরভাবে হতবাক” হয়েছেন এবং ওয়াশিংটন ডিসির যে পরিস্থিতি প্রকাশ পাচ্ছে সে বিষয়ে তাঁর চিন্তাভাবনা আমেরিকান জনগণের সাথে রয়েছে।

ফ্রাঙ্কোইস-ফিলিপ চ্যাম্পাগেন বলেন –“ক্ষমতার শান্তিপূর্ণ রূপান্তর গণতন্ত্রের জন্য অপরিহার্য – এটি অব্যাহত রাখতে হবে এবং তা অব্যাহত থাকবে”

উল্লেখ্য কানাডার নিকটবর্তী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র হওয়ায় কানাডিয়ানদের মধ্যে সারাদিনই এ হামলার ঘটনা ছিল টক অফ দা টাউন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/০৭ জানুয়ারি ২০২১ /এমএম

 


Array

এই বিভাগের আরও সংবাদ