Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: নববর্ষের দিন উত্তর আলবার্টায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে বিধ্বস্ত হয়ে একই পরিবারের দুই শিশুসহ চারজন নিহত হয়েছে।

উল্লেখ্য, বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটি গ্র্যান্ড প্রেইরির উত্তর-পূর্বে বার্চ হিলস কাউন্টি অঞ্চলে একটি কৃষকের জমিতে পড়েছিল। সেখান থেকেই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে রয়েল কানাডিয়ান মাউন্টেন পুলিশ। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে মাউন্টেন পুলিশ গ্র্যান্ড প্রেইরির পাহাড়ি এলাকার কাছ থেকে জরুরী সাহায্য বার্তা পায়। এরপরই উদ্ধার অভিযানে শুরু করে পুলিশ।

আরসিএমপি ঘটনাস্থলে পৌঁছে চারজনকেই মৃত ঘোষণা করে। আরসিএমপি’র সার্জেন্ট শন ফ্রেন্স জানায়, হেলিকপ্টারটিতে একই পরিবারের চারজন ছিল, এটি ব্যক্তিমালিকানাধীন ছিল এবং তাদের ভ্রমণের সঠিক কারণ জানা যায়নি।

অন্যদিকে আরসিএমপি গতকাল গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রান্সমিটার সিগন্যালটি এসেছিল রবিনসন আর ফোর ফোর হেলিকপ্টার থেকে।উল্লেখ্য, হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশ বলছে তদন্ত চলছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ জানুয়ারি ২০২১ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ