Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: ক্যালগেরী প্রবাসী সাংবাদিক, সাংস্কৃতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব আহসান রাজীব বুলবুল এর মা এবং বাংলাদেশ টেলভিশন (বিটিভি) ও বিডি নিউজ এর রাজবাড়ী জেলা সংবাদদাতা মোহাম্মাদ সানাউল্লাহর স্ত্রী এবং এনটিভি, দৈনিক জনকন্ঠের রাজবাড়ী প্রতিনিধি আহসান হাবীব টুটুল ও চ্যানেল আই, জাগো নিউজ ২৪, সমকাল এর কানাডা প্রতিনিধি এবং কানাডার প্রবাস বাংলা ভয়েস এর সম্পাদক আহসান রাজীব বুলবুলের মাতা সেলিনা খাতুন (৬৭) রোববার রাত দেড়টায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন -(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বাদ আসর নামাজে জানাজার পর রাজবাড়ী ভবানীপুর গোরস্থানে মরহুমা কে সমাহিত করা হয়।

উল্লেখ্য স্ত্রীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে সাংবাদিক সানাউল্লাহ ঐরাতে আকস্মিক হ্রদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। মরহুমের পরিবারশুভানুধ্যায়ী সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।মৃ‌তের রু‌হের মাগ‌ফিরাত কামনায় আগামীকাল শুক্রবার রাজবাড়ীর বড় মস‌জিদ, পুরাতন পাওয়ার হাউজ মস‌জি‌দ এতিমখানা মসজিদ এবং বিনোদপুর হাফিজিয়া কওমি মাদ্রাসা মস‌জি‌দে দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত হ‌বে।

এদিকে ক্যালগেরিতে মরহুমার মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং চ্যানেল আই এর খবরে প্রচারিত হওয়ার সাথে সাথে শোকের ছায়া নেমে আসে।তাৎক্ষণিকভাবে বিভিন্ন সংগঠন এবং বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি মরহুমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য মরহুমা সেলিনা খাতুন কানাডার ক্যালগেরিতে বেশ কিছুদিন তার ছোট ছেলে প্রবাসী সাংবাদিক আহসান রাজীব বুলবুল এর বাড়ীতে ছিলেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ ডিসেম্বর ২০২০/এমএম

 


Array

এই বিভাগের আরও সংবাদ