Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: “রুখো লুটেরা, বাঁচাও স্বদেশ’” এই শ্লোগান নিয়ে কানাডার ক্যালগেরির প্রবাসী বাঙালিরা বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে এক ভার্চুয়াল আলোচনার আয়োজন করে। প্রবাস বাংলা ভয়েস এর প্রধান সম্পাদক, সাংবাদিক আহসান রাজীব বুলবুল এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোঃ রশিদ রিপন, প্রকৌশলী মোহাম্মদ কাদির, প্রকৌশলী আবদুল্লা রফিক, বিশিষ্ট ব্যবসায়ী কিরণ বণিক শংকর এবং সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান।

ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেন- কানাডাকে বাংলাদেশের লুটেরা ও অর্থ পাচারকারীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না। এই আন্দোলন কোন প্রতিহিংসা থেকে নয়, ব্যক্তির বিরুদ্ধে নয়, এ আন্দোলন আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা থেকে অন্যায়ের বিরুদ্ধে। কানাডা-বাংলাদেশের বন্ধুতা দীর্ঘদিনের। সভ্য রাষ্ট্র হিসেবে কানাডা সরকার ও প্রশাসনকে অভিযুক্ত ব্যাংক ডাকাতদের বিষয়ে খতিয়ে দেখতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। টরোন্টোর মতো কানাডার অন্য কোথাও আর কোন বেগমপাড়া হতে দেয়া হবে না।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোঃ রশিদ রিপন বলেন- প্রিয় মাতৃভূমি থেকে এভাবে অর্থ পাচার করে আর কোন বেগম পাড়ায় বাড়ি করতে দেয়া হবে না। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আমরা সোচ্চার, তাদের দ্রুত শাস্তি দাবি করছি।

প্রকৌশলী মোঃ কাদির বলেন- বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করা কোনোভাবেই মেনে নেয়া যায় না আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৌশলী আব্দুল্লা রফিক বলেন- অর্থপাচারের অভিযোগে অভিযুক্তদের অবৈধ অর্থ জব্দসহ অবিলম্বে নিজ দেশে টাকা ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ও কানাডা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

ব্যবসায়ী কিরণ বণিক শংকর বলেন-বাংলাদেশের দূর্নিতীবাজ রাজনৈতিক নেতা, আমলা ও সরকারী কর্মকর্তাদের কালো টাকায় বিনিয়োগের অভয়ারোন্য টরোন্টের “বেগমপাড়া”র মত মত কানাডার অন্য কোন শহরে আর কোন বেগমপাড়ার সৃষ্টি হতে দিব না। ক্যালগেরীতে আমরা সবাই এব্যাপারে ঐক্যবদ্ধ এবং যেকোন মূল্যে তা প্রতিহত করা হবে।

উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে দূর্নীতি আর দুবৃত্তায়নের মাধ্যমে অসৎ আমলা, লুঠেরা ব্যবসায়ী, আর অতি লোভী রাজনীতিকরা জনগণের অর্থ সম্পদ লুটপাট করে কানাডা, মালয়েশিয়া, যুক্তরাজ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে মানি লন্ডারিংয়ের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাঁচার করে বিলাসবহুল জীবন যাপন করছে, অন্যদিকে উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে দেশের সাধারণ মানুষ। আমরা এসমস্ত লুটেরা অর্থ পাচারকারীদের শাস্তি দাবি করছি। ২০১৯ সালে কানাডার টরেন্টো থেকে “লুটেরা হটাও, দেশ বাঁচাও” শিরোনামে যে সামাজিক আন্দোলনের সুচনা হয়েছিল, তাকে আন্তর্জাতিক পরিমন্ডলে আরও বেগবান করে অতিলোভী দুবৃত্তদের আইনের মুখোমুখি করার অন্য কোন বিকল্প নেই, সেই সাথে প্রয়োজন সামাজিক প্রতিরোধ।

উল্লেখ্য, ভার্চুয়াল আলোচনায় বক্তারা খুব শীঘ্রই তাদের পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/২৬ নভেম্বের ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ