আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: মার্কিন নির্বাচনে আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচিত হওয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইট বার্তায় জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কে অভিনন্দন জানিয়েছেন।
টুইট বার্তায় তিনি বলেন –আমি সত্যিই একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি ।আমাদের দুই দেশ ঘনিষ্ঠ বন্ধু, অংশীদার এবং সহযোগী।আমরা এমন একটি সম্পর্ক ভাগ করি যা বিশ্ব মঞ্চে অনন্য। আমি সত্যিই আপনাদের দু’জনের সাথে একসাথে কাজ করার প্রত্যাশা করছি।
উল্লেখ্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নির্বাচনের আগেই বলেছেন মার্কিন নির্বাচনে যেই সরকারই ক্ষমতায় আসুক তাদের সাথে কানাডা সব ধরণের সম্পর্ক অব্যাহত রাখবে।
তিনি আরো বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিমধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটিকে আরো গভীর করার জন্য চেষ্টা করবো। আমরা সবসময় কানাডার স্বার্থকে প্রাধান্য দিবো। আমরা আরো সহযোগিতা ও বৃহৎ বাণিজ্যের সুযোগ সৃষ্টি করব।
অন্যদিকে কানাডার ফেডারেল কনজারভেটিভ নেতা ইরিন ও’তুলও টুইট বার্তায় ডেমোক্র্যাটদের তাদের জয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেন “কানাডার রক্ষণশীলরা সর্বদা মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের সাধারণ মূল্যবোধ এবং ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নিতে কাজ করবে।”
উল্লেখ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র দুটি দেশের অর্থনীতি সম্পূরক ও একে অপরের উপর নির্ভরশীল। দুটি দেশের মধ্যে প্রতিদিন প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের উপরে পন্য আমদানি রপ্তানি হয়।
সারা বিশ্বের সাথে পার্শ্ববর্তী দেশ কানাডাও আমেরিকার নির্বাচন পর্যবেক্ষণ করছিল। বিশেষ করে কানাডায় বসবাসরত অভিবাসীরা জো বাইডেন জয়ী হওয়ায় খুবই আনন্দিত। প্রবাসী বাঙালিরাাও মনে করেন জো বাইডেন নির্বাচিত হওয়ায় অভিবাসীরা উপকৃত হবেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ নভেম্বের ২০২০/এমএম






