Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: সারা কানাডায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। কানাডার আলবার্টা প্রদেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে।আলবার্টায় গত দুই দিনে নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কানাডার স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার আলবার্টায় সর্বশেষ এক হাজার ৪ শত নতুন করোনা ভাইরাসে আক্রান্তের রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে বুধবার আটশত দুই জন এবং শুক্রবার ৬ শত নয়জন। এছাড়াও গত দু’দিনে নয়টি নতুন মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে আলবার্টার প্রিমিয়ার জেসন কেনি শুক্রবার ক্যালগেরি এবং এডমন্টনবাসীদের বাড়িতে সামাজিক সমাবেশের আয়োজন বন্ধ করতে বলেছেন। তিনি আরও বলেন–
আলবার্টার সমস্ত সম্প্রদায়কে প্রদেশের “নজরদারি” তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সামাজিক জমায়েতের জন্য ১৫ -ব্যক্তির সীমা নির্ধারণ করেছেন।কোভিড-১৯ আপডেট দেয়ার সময় তিনি এ কথা বলেন। এ সময় আলবার্টার চীফ মেডিক্যাল অফিসার ডা: ডিনা হিনশা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আলবার্টা প্রদেশে গত দুই দিনে ২৬ হাজার ৪৮৩ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চৌদ্দশত ১১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১৭১ জন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৩৩ জন রয়েছে। প্রদেশে মোট মৃত্যুর সংখ্যা ৩৫২ জন।

অন্যদিকে কানাডার অন্যান্য প্রদেশেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। যদিও কর্তৃপক্ষ সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করেছেন। অন্যান্য সবকিছু ঠিক থাকলেও করোনাভাইরাস কমছে না, যা কানাডাবাসী কে আবারো উদ্বিগ্নতার মধ্যে ফেলে দিয়েছে। কানাডার বিভিন্ন স্কুলেও কমবেশি করোনা শনাক্ত হয়েছে। অভিভাবকরাও উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৮০৯ জন, মৃত্যু বরণ  করেছেন ১০ হাজার ৪ শত ৩৬ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ১১ হাজার ২৩৭ জন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ নভেম্বের ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ