Menu

রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: ক্যালগেরির মেয়র নাহিদ ন্যান্সি মঙ্গলবার সতর্ক করে বলেছেন, আলবার্টা সপ্তাহের শেষে একদিনে নতুন এক হাজার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড করতে চলেছে এবং এটি সম্ভবত লকডাউনের কারণ হতে পারে।

স্থানীয় গণমাধ্যম সিটিভি নিউজ জানায়, আলবার্টা প্রদেশের স্বাস্থ্য বিষয়ক প্রধান মেডিকেল অফিসার ডা. ডীনা হিনশার নিয়মিত আপডেটের আগে ন্যান্সি বলছিলেন, মঙ্গলবারে প্রকাশিত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা “অত্যন্ত উদ্বেগজনক”।

তিনি আরো বলেন, বসন্তের সময় যে পরিমাণ করোনা শনাক্ত হয়েছিল বর্তমানে আমরা তার থেকেও অনেক উপরে। সুতরাং লকডাউন এড়াতে আমাদের প্রচেষ্টা পুনরায় দ্বিগুণ করতে হবে। তিনি তিনটি বিষয়ের উপর গুরুত্বারোপ করে বলেন, ভাল স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং সম্ভব হলে হাত ধোয়া; প্রকাশ্যে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং জনসাধারণের অবস্থানগুলিতে শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে মাস্ক পরতে হবে।

তিনি বলেন, আমি আর একটি লকডাউন চাই না, কেউই তা চায় না, শেষ পর্যন্ত যদি অর্থনৈতিক মন্দা এড়াতে মানুষকে সুস্থ ও সুরক্ষিত রাখা আমাদের একমাত্র পছন্দ হয়, তবে আমাদের এটাই করতে হবে।

উল্লেখ্য, আলবার্টা স্বাস্থ্য ডিপার্টমেন্ট গত শুক্রবার থেকে আজ পর্যন্ত ২ হাজার ২৬৮ জনের শনাক্ত হওয়ার রিপোর্ট করেছে, যেখানে প্রতিদিন গড়ে পাঁচশত জনেরও বেশি শনাক্ত হয়েছে এবং নতুন আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তির সংখ্যা মহামারীর নবম মাসে রেকর্ড ছাড়িয়ে গেছে।

আলবার্টা প্রদেশে শুক্রবার ৫৮১ জন, শনিবার ৫২৫ জন, রবিবার ৫৯২ জন এবং সোমবার ৫৭০ জনের শনাক্ত এর খবর পাওয়া গেছে। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৬ হাজার ১১০ জন যা গত চার দিনে প্রায় এক হাজার বেড়েছে।

অন্যদিকে, কানাডার বিভিন্ন প্রদেশে ও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যদিও বিভিন্ন প্রভিন্সে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৯৩৫ জন, মৃত্যুবরন করেছেন ১০ হাজার ২ শত ৭৯ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৩ হাজার ৫০৯ জন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ নভেম্বের ২০২০/এমএম


এই বিভাগের আরও সংবাদ