Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার আলবার্টা প্রদেশে নতুন মহামারী রেকর্ড তৈরি হওয়ার সাথে সাথে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা নাটকীয় ভাবে লাফিয়ে উঠেছে।রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র শুক্রবার আলবার্টা প্রদেশে ৬২২ জনের নতুন করোনা ভাইরাসে আক্রান্তের এবং আরও ৫ জনের মৃত্যুর খবর দিয়েছে।

কানাডার স্থানীয় গণমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে,হ্যালোইনের একদিন আগে, আলবার্টা কোভিড -১৯ এর করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন রেকর্ডে গত দশদিন ধরে গড়ে ৪৫০ টি নতুন করোনা রোগী আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে ।

করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা প্রদেশে ৫ হাজার ১৭২ জনে দাঁড়িয়েছে, যা আগের দিনের তুলনায় ২৫১ জনের বেশি ছিল।বর্তমানে, ১৪০ জন আলবার্টানস এই রোগ নিয়ে হাসপাতালে রয়েছেন, তাদের মধ্যে ২৫ জন আইসিইউতে রয়েছে, উভয়ই রেকর্ড সংখ্যক।অন্যদিকে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে স্বাস্থ্য অধিদপ্তর
শুক্রবার ২৭২ জন নতুন রোগী শনাক্তর ঘোষণা করেছেন এবং আরও একটি মৃত্যুর কথা জানিয়েছেন।

একটি লিখিত বিবৃতিতে, প্রদেশটি জানিয়েছে ব্রিটিশ কলম্বিয়াতে করোনা ভাইরাসে আক্রান্তের রেকর্ড উচ্চতর ২ হাজার ৩৯০ জন, হাসপাতালে ৭৮ জন, যাদের মধ্যে ২৫ জন নিবিড় পরিচর্যাতে রয়েছেন।আজকের মৃত্যুর সাথে, প্রাদেশিক মৃত্যুর সংখ্যা ২৬৩ এ দাঁড়িয়েছে।

জনস্বাস্থ্য সক্রিয়ভাবে প্রদেশের ৬ হাজার ৩ জনকে পর্যবেক্ষণ করছে, যারা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার কারণে সেল্ফ আইসোলেশন এ রয়েছে।অন্যদিকে অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডের নির্বাচন কেন্দ্রটি তে একজন অফিস স্টাফের করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় “নিকট ভবিষ্যতের জন্য” নির্বাচন কেন্দ্র টি বন্ধ করা হয়েছে।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে প্রিমিয়ারের কার্যালয় জানিয়েছে, টরন্টো পাবলিক হেলথ নিশ্চিত করেছে স্টিল সদস্যদের মধ্যে ইসলিংটন অ্যাভিনিউয়ের নিকটবর্তী অ্যালবিয়ন রোডে অবস্থিত ইটোবিককে উত্তর অফিসে কর্মচারীদের মধ্যে করোনা পজিটিভের বিষয়টি।

অন্যদিকে করোনা থেকে মুক্তির জন্য আরো টেকসই পদ্ধতির উপর গুরুত্ব দিয়েছেন কানাডার শীর্ষ জনস্বাস্থ্য কর্মকর্তা ডা: থেরেসা ট্যাম। তিনি বলেন, করোনা মহামারি থেকে সফলভাবে পুনরুদ্ধারের জন্য ব্যাপক কাঠামোগত পরিবর্তন দরকার। বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন থেরেসা ট্যাম।

কাঠামোগত পরিবর্তনের জন্য সকল স্তরে টেকসই উন্নিতর উপর গুরুত্বারোপ করে জনস্বাস্থ্যের সক্ষমতা জোরদার করাও দরকার বলে জানান ট্যাম। এছাড়া তিনি বলেন, দেশের সকলে জনস্বাস্থ্য ব্যবস্থা পালন করে চলেছে সেটি আমাদের নিশ্চিত করা দরকার।সবশেষ তথ্য অনুযায়ি, কানাডায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন, মারা গেছেন ১০ হাজার ১১০ জন, সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৯৩ হাজার ৯৩৭ জন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/৩১ অক্টোবর ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ