Menu

এ্যাবেক ২০১৯ টাউন হল মিটিং আয়োজিত

বাংলানিউজসিএ ডেস্ক :: গত শনিবার ৪ মে এ্যাসোসিয়েশন অব বাংলাদেশী ইন্জিনিয়ারস্ আলবার্টা কানাডার (এ্যাবেক) ২০১৯ সালের এক্সিকিউটিভ কমিটির আয়োজনে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয় “এ্যাবেক ২০১৯ টাউন হল মিটিং”।

এ্যাবেক কানাডার আলবার্টা প্রদেশে অবস্থানরত বাংলাদেশী ইন্জিনিয়ারদের জন্য অনেকদিন ধরেই কাজ করে আসছে। তবে আলবার্টায় বাংলাদেশী ইন্জিনিয়ারদের বর্তমান অবস্থা ও তাদের পেশাগত উন্নয়ন এর জন্য এমন ধরনের আয়োজন এটাই প্রথম।

তুষারস্নাত ক্যালগেরির বৈরী আবহাওয়ার মাঝেও ইন্জিনিয়ার রা জড় হন তাদের পেশাগত উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষন, আশা-আকাঙ্খা ও পরামর্শ নতুন কমিটির কাছে তুলে ধরার জন্য।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন ২০১৯ সালের নতুন কমিটির প্রেসিডেন্ট সুব্রত বৈরাগী। এরপর এ্যাবেক ২০১৯ কমিটির কর্মসূচি ক্যালেন্ডার প্রকাশ করেন এক্সিকিউটিভ ডিরেক্টর মফিজুল ইসলাম।

এরপর একে একে কমিটির কর্মসূচির বিস্তারিত নিয়ে আসেন ডিরেক্টর অব ফিনান্স শরীফ আব্দুর রহমান, ডিরেক্টর অব প্রফেশনাল ডেভেলাপমেন্ট মনিরুল ইসলাম, ডিরেক্টর অব প্রফেশনাল মেম্বারশীপ ম্যানেজমেন্ট হাসান রহমান, ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন, ডিরেক্টর অব উইমেন ইন ইন্জিনিয়ারিং রিফাত আমান।

এরপর প্রশ্নোত্তর পর্ব ও টাউন হল পরিচালনা করেন অপর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলুল কবির টিটু। সম্পূর্ণ অনুষ্ঠানটি উপস্থাপনা ও সন্চালনা করেন অপর ভাইস প্রেসিডেন্ট রাসেল হোসেন। টাউন হল মিটিংয়ে প্রাপ্ত তথ্য, প্রতিক্রিয়া ও পরামর্শগুলো যাচাই বাছাই করে এ্যাবেক এক্সিকিউটিভ কমিটি ২০১৯ তাদের পরবর্তী কর্মসূচিতে সেগুলোর প্রতিফলন ঘটাবে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ৯ মে ২০১৯/ইএন


এই বিভাগের আরও সংবাদ