Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে আলবার্টা হেল্থ সার্ভিস এর পৃষ্ঠপোষকতায় কমিউনিটিআরেক্স বাংলাদেশী ফার্মেসির সহায়তায় প্রবাসী বাঙালিদের মধ্যে বিনাখরচে ফ্লু শট দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোঃ রশিদ রিপন, কমিউনিটিআরেক্স বাংলাদেশী ফার্মাসি গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. ইব্রাহিম খান ,বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সাধারণ সম্পাদক জয়ন্ত বসু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাজহারুল ইসলাম, এবং আই টি সম্পাদক তানভীর চৌধুরী, ফার্মাসিস্ট নাসিমা খান, ফার্মাসিস্ট নাদিম খান এবং ফাহিম খান।সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এই সেবা প্রদান করা হয়। এসময় ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাঙালিরা ফ্লু শটে অংশ নেন।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোঃ রশিদ রিপন বলেন —কানাডায় প্রায় প্রতিটি প্রদেশে কোভিডের সংখ্যা দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। ইতিমধ্যে ক্যালগেরি সিটি নজরদারিতে রয়েছে। বিশেষ করে এ বছর প্রতিটি নাগরিকের ফ্লু শট নেয়া খুবই জরুরী। এছাড়াও কমিউনিটির উচ্চ ঝুঁকি সম্পন্ন রোগীদের কথা চিন্তা করেই আলবার্টা হেল্থ সার্ভিস এর পৃষ্ঠপোষকতায় কমিউনিটি আর এক্স বাংলাদেশি ফার্মেসীর সহায়তায় কমিউনিটির মধ্যে এই সেবা প্রদান করছি।

কানাডার ক্যালগেরির নিয়মিত সেবাদানকারী প্রতিষ্ঠান কমিউনিটিআরেক্স বাংলাদেশী ফার্মেসি গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. ইব্রাহিম খান জানালেন—বৈশ্বিক মহামারীর বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে আলবার্টা হেলথ সার্ভিসের পৃষ্ঠপোষকতায় আমরা প্রবাসী বাঙালি কমিউনিটির স্বাস্থ্যের দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। সকলের স্বাস্থ্য ঠিক রেখে আমরা সবাই এই মহামারী থেকে দ্রুত পরিত্রান পেতে পারি এটাই আমাদের লক্ষ্য। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

উল্লেখ্য পুরো কানাডায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার কারনে ফ্লু শটের ব্যাপারে এবার মানুষের আগ্রহ আগের চেয়ে অনেকগুন বেড়েছে।প্রভিন্সিয়াল সরকার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রত্যেক নাগরিককেই এবার ফ্লু শট নেয়ার পরামর্শ দিয়েছেন। কানাডার বিভিন্ন প্রভিন্সে করোনা ভাইরাসের সতর্কতার কারনে দীর্ঘ লাইনে দাড়িয়ে নাগরিকরা ফ্লু শট নিচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ বছর অনলাইনেও প্রচুর সংখ্যক অ্যাপোয়েন্টমেন্ট নিয়ে কানাডার নাগরিকরা ফ্লু শট নিচ্ছেন। ফ্যামিলি ফিজিশিয়ানরা তাদের রোগীদের ফ্লু শট দিলেও এ বছর করোনার কারনে অনেকেই ফ্লু শট দিচ্ছেন না। তবে অনেক ওয়াকিং ক্লিনিক আগাম অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে নাগরিকদের ফ্লু শট দিচ্ছে। করোনা মহামারীর এই বছরে বিভিন্ন প্রভিন্সে নাগরিকদের স্বাস্থ্যের কথা চিন্তা করে সরকারের নীতিনির্ধারকরা ফ্লু ভ্যাকসিন বেশি করে ক্রয় করছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ অক্টোবর ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ