আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক,প্রবাস বাংলা ভয়েস :: কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরির বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সাবেক সভাপতি মোহাম্মদ হামিদের কুলখানী ক্যালগেরির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ফলকনরিজ ক্যাসেলরিজ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
কুলখানিতে দোয়া পরিচালনা করেন ক্যালগেরির বাইতুল মোকাররম ইসলামিক সেন্টার ক্যালগেরির (বিএমআইসিসি) এর ইমাম মোহাম্মদ নোমান, সঙ্গে ছিলেন বিএম আইসিসির প্রেসিডেন্ট কাজী রহমান সুজা।
উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশীদ রিপন, আবদুল্লা রফিক এবং মরহুমের আত্মীয় স্বজন সহ ক্যালগেরির সুধীজনেরা।
উল্লেখ্য, মরহুম মো. হামিদ গত ১ সেপ্টেম্বর কানাডার স্থানীয় সময় সকাল ছয়টা পয়তালিশ মিনিটে ক্যালগেরির পিটার লগহিড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মরহুমের ব্রাদার ইন ল’ আবদুল্লা রফিক বলেন, অসাধারণ ব্যক্তিত্ব ও সদা হাস্যজ্বল পরোপকারী মো. হামিদ কমিউনিটিতে তার কর্মের মধ্যে দিয়ে খুবই জনপ্রিয় ছিলেন।তিনি দীর্ঘদিন কমিউনিটির বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করে প্রচুর সুনাম অর্জন করেন।
বিশেষ করে বাংলাদেশ থেকে আসা নতুন অভিবাসীদের সেবামূলক কাজে তিনি ছিলেন অত্যন্ত তৎপর।উল্লেখ্য, তার মৃত্যুতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরিসহ বিভিন্ন সংগঠন ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ সেপ্টেম্বর ২০২০/এমএম








