Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে আজ স্থানীয় সময় সন্ধ্যা আটটায় প্রবাসী বাঙালিদের উদ্যোগে কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর এই সময়ে পুরো বিশ্ববাসীর জন্য জুমের মাধ্যমে এক ভার্চুয়াল দোয়ার আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন ক্যালগেরির বাইতুল মোকাররম ইসলামিক সেন্টার ক্যালগেরির (বিএমআইসিসি) এর ইমাম মোহাম্মদ নোমান, সঙ্গে ছিলেন বিএম আইসিসির প্রেসিডেন্ট কাজী রহমান সুজা। জুমের মাধ্যমে এই দোয়া মাহফিলে ক্যালগেরির প্রবাসী বাঙালিরা অংশগ্রহণ করেন।

সাম্প্রতিক সময়ে সারাবিশ্বে করোনার প্রভাবে প্রচুর সংখ্যক লোকের মৃত্যু ঘটে। এ ছাড়াও এখন পর্যন্ত করোনায় প্রচুর সংখ্যক লোক আক্রান্ত হয়ে হাসপাতাল ও ঘরেতে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে ক্যালগেরির প্রবাসী বাঙ্গালীদের আত্মীয়-স্বজন দেশে ও এখানে মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই আবার অসুস্থ অবস্থায় রয়েছে। তাদের আশু রোগমুক্তির জন্য ও বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, বর্তমান সময়ে মানুষ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ গড়া এবং সঠিক পথে চলা, স্রষ্টার পথ ধরা এবং নিজেকে সংশোধন করাসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতিও বিশেষ দোয়া করা হয়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ সেপ্টেম্বর ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ