প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গত ৬ সেপ্টেম্বর রোজ রবিবার, কানাডার হ্যালিফ্যাক্সে বাংলাদেশী কমিউনিটি এ্যাসোসিয়েশান অফ নোভা স্কসিয়া (বিডিক্যান্স)-এর উদ্দ্যোগে আয়োজিত হয়ে গেল গ্রীষ্মকালীন পারিবারিক বনভোজন। বর্তমান সময়ের সবচেয়ে বড় বিপর্যয় কোভিড-১৯ এর প্রকোপে বিমর্ষ ও মনমরা জীবনে সকলের মাঝে কিছুটা আনন্দ ছড়িয়ে দেবার উপলক্ষেই আয়োজিত হয় এই বনভোজন।
কানাডার নোভা স্কসিয়ায় বসবাসকারী বাংলাদেশী-কানাডিয়ানরা উক্ত বনভোজনে অংশগ্রহণ করেন। বেশ কিছুদিন যাবত নোভা স্কসিয়ায় প্রতিদিন নতুন কোভিড-১৯ এ আক্রান্তের হার প্রায় শুন্যের কোঠায়। কিন্তু তারপরও এমন সংকটময় কোভিড-১৯ পরিস্থিতে অনেকেই দেশের মানুষের দুর্দশার কথা ভেবে দুশ্চিন্তাগ্রস্থ এবং এক অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হয়ে বিমর্ষ। বাংলাদেশীদের এই মনোমর্ষতা ও কোভিড-১৯ এর বিমর্ষতা কাটিয়ে উঠার প্রয়াসেই বিডিক্যান্স আয়োজন করে এই পারিবারিক বনভোজন।বনভোজনের সকল আয়োজনেই যথাযথ স্বাস্থ্যবিধি মান্য করা হয়।
উপস্থিত সকলেই সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য সচেতনতা মান্য করেন। হ্যালিফ্যাক্সের ডলার লেক প্রভিন্সিয়াল পার্কে উক্ত অনুষ্ঠান আয়োজিত হয়। সকলে ডলার লেক পার্কে একত্রিত হবার মাধ্যমে বনভোজনের সূচনা হয়। বনভোজনের প্রতিটি ক্ষণেই সকলের জন্য ছিল চমকপ্রদ আয়োজন। দেশীয় খাবারের আয়োজন ও দেশীয় সংস্কৃতির চর্চা যেন সকলকেই মনের অজান্তেই নিয়ে যায় কানাডার বুকে বাংলাদেশের কোনো এক নৈসর্গীক বনভোজন স্থানে। উপস্থিত শিশু-কিশোরেরা, মনোমুগ্ধকর রোদেলা দিনে ডলার লেকের প্রাকৃতিক সৌন্দর্য্যে মেতে ওঠে। শিশুদের উপস্থিতি, অংশগ্রহণ এবং পুরস্কার বিতরণ ছিল প্রশংসনীয়।
বনভোজন শেষে আগ্রহী কিছু পরিবার শুবেনাখেইডি প্রভিন্সিয়াল চিড়িয়াখানা পরিদর্শনে যায়। এই প্রজন্মের অনেক বাংলাদেশী-কানাডিয়ান শিশু-কিশোরদের মাঝে দেশীয় পারিবারিক বনভজনের আমেজ ছড়িয়ে দেবার প্রয়াস ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এভাবেই নতুন প্রজন্মের মাঝে দেশীয় রীতিনীতি ও দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে কানাডার হ্যালিফ্যাক্সে বিডিক্যান্স নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ সেপ্টেম্বর ২০২০/এমএম








