রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ থেরেসা ট্যাম বলেছেন টিকা দেওয়ার নির্ভরযোগ্যতা সম্পর্কে দ্রুত সচেতনতা বাড়ানো কেবলমাত্র আগত মৌসুমে ফ্লুর বিরুদ্ধে নয়, কৌভিড -১৯ এর এই সময়ে তার টিমের এগিয়ে যাওয়ার শীর্ষস্থানীয় অগ্রাধিকার।
স্থানীয় গণমাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে, ডাঃ থেরেসা ট্যাম স্ট্যাটিস্টিক্স কানাডার এক নতুন জরিপে দেখিয়েছেন যে গড়ে সাতজন কানাডিয়ানদের মধ্যে একজন কোভিড-১৯ ভ্যাকসিন পেতে চায় না যদি ভ্যাকসিন টি আবিষ্কৃত হয়।
তিনি মঙ্গলবার অটোয়ায় সাংবাদিকদের বলেন, “প্রতিটি উদ্বেগ একটি বৈধ উদ্বেগ এবং আমাদের তাদের আরও বিশদে বিস্তারিতভাবে মোকাবেলা করা দরকার, বিশেষত যেহেতু আমরা কানাডিয়ানদের জন্য একটি নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন বা ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে খুব কঠোর পরিশ্রম করে চলেছি,” ।
উল্লেখ্য সর্বশেষ তথ্য অনুযায়ী কানাডায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৯৬৯ জন, মৃতের সংখ্যা ৯ হাজার ৯০ জন এবং সুস্থ হয়েছেন ১লাখ ১২ হাজার ৫০ জন।
অন্যদিকে কানাডায় ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক গতিতে চলছে। কানাডিয়ানরা সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে অফিস-আদালত করছেন ।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/২৬ আগস্ট ২০২০/এমএম




