আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির আমন্ত্রণে তিন দিনের সফরে ক্যালগেরিতে প্রবাসী বাঙ্গালীদের মাঝে মেশিন রিডেবল পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ডসহ বিভিন্ন সেবা কার্যক্রম শুরু হয়েছে। কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা সাখাওয়াত হোসেনের তত্ত্বাবধাযনে এই কার্যক্রম চলছে।
উল্লেখ্য, বাংলাদেশ হাইকমিশন অটোয়া থেকে আগত ৭ সদস্য বিশিষ্ট টিমের নেতৃত্ব দিচ্ছেন কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মিজানুর রহমান। টিমের অন্যরা হলেন হাই কমিশন এর কাউন্সিলর (বাণিজ্যিক) শাকিল মাহমুদ, সহকারি কাউন্সিলর অফিসার মো. রফিকুল ইসলাম, অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মোহাম্মদ মাহফুজুল হাসান, সহকারি কাউন্সিলর মো. কামাল হোসেন এবং আবু সাঈদ।
এ সময় বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রশিদ রিপন, সাধারণ সম্পাদক জয়ন্ত বসু, যুগ্মসাধারণ সম্পাদক শুভ মজুমদার, সহ সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি হাবিবুল্লাহ বাশার, সহ-সভাপতি মোহাম্মদ কাদির, কোষাধক্ষ্য সানিলা মাহমুদ, যুগ্মসাধারণ সম্পাদক ইকবাল রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসলাম মাজহার, আইটি সম্পাদক তানভীর চৌধুরী জয় এবং পরিকল্পনা সম্পাদক রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।
অন্যদিকে বর্তমান সরকারের দূরদর্শী নীতির কারণে বাংলাদেশ কিভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে তা তুলে ধরার পাশাপাশি দু’দেশের সম্পর্ক গভীরতর ও বিস্তৃত করার ওপর গুরুত্ব আরোপ করে আগামী শুক্রবার ক্যালগেরিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মিজানুর রহমান। উপস্থিত থাকবেন আলবার্টার এমপি, এম.এল.এ, বিভিন্ন পেশাজীবি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২০ আগস্ট ২০২০/এমএম







