আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, বাংলা নিউজ :: কংগ্রেসের মার্কিন সদস্যরা কানাডার সাথে যুক্তরাষ্ট্রে তার অংশীদারিত্বের সীমানা পুনরায় চালু করার জন্য চাপ দিচ্ছেন, কানাডিয়ান সরকার এবং সোস্যাল মিডিয়া উভয়ই তা প্রত্যাখ্যান করছে। কানাডার স্থানীয় গণমাধ্যম সিটিভি জানিয়েছে, কানাডার জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ারকে সম্বোধন করা একটি উন্মুক্ত চিঠিতে, কংগ্রেসের ২৯ দ্বিপক্ষীয় সদস্য কানাডা সরকারকে কানাডা-মার্কিন সীমান্ত পর্যায়ক্রমে পুনরায় চালু করার পরিকল্পনা করার এবং বিদ্যমান ব্যবস্থা সহজ করার বিষয়ে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
ওয়েস্টার্ন নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য ব্রায়ান হিগিন্স এর জুলাই ৩ তারিখে ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে আরও বলা হয়–“আমরা জিজ্ঞাসা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা অবিলম্বে নির্দিষ্ট কিছু নির্দেশনার ভিত্তিতে সীমানা পুনরায় খোলার এবং সীমান্ত অঞ্চল জুড়ে বিভিন্ন পরিস্থিতিতে হিসাবরক্ষণের জন্য একটি বিস্তৃত কাঠামো তৈরি করতে পারে”।
উল্লেখ্য, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতমাসে ঘোষণা করেছেন কানাডা এবং যুক্তরাষ্ট্র কমপক্ষে ২১ শে জুলাই পর্যন্ত দু’দেশের মধ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমাবদ্ধ রাখবে। গতমাসে তিনি আরো বলেছিলেন, “বিদ্যমান চুক্তির সম্প্রসারণের অর্থ হ’ল সীমানা বিধিনিষেধ ২১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে, এমনকি উভয় দেশ তাদের অর্থনীতি পুনরায় চালু রাখার পরেও এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা আমাদের উভয় দেশের মানুষকে সুরক্ষিত রাখবে।”
অপরদিকে ২১ শে জুন সীমান্ত বিধিনিষেধের বর্তমান বর্ধিতকরণের পরে মার্চ মাসে প্রথম আরোপিত হওয়ার পরে এই চুক্তিটি তৃতীয়বারের মতো বাড়ানো হয়েছে। কানাডার স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে গতমাসে প্রধানমন্ত্রী জোর দিয়েই বলেছেন যে কানাডার সীমানা আন্তর্জাতিক ভ্রমণে পুনরায় চালু করা ঝুঁকিপূর্ণ হবে কারণ বিশ্বব্যাপী দেশগুলি এখনও মহামারী নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও শক্তিশালী যোগাযোগের সন্ধান এখনও প্রতিষ্ঠিত হয়নি।
আজ অবধি কানাডায় ১ লাখ ৭ হাজার ১২৬ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে এবং ৮,৭৫৯ জন মারা গেছে, এবং সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯০১জন। গতমাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ২১ শে জুলাই পর্যন্ত বর্ডার খুলে দেয়ার বর্ধিতকরণের ঐ ঘোষণা কে অনেকেই সাধুবাদ জানিয়েছিলন।কানাডার স্থানীয় নীতিনির্ধারক ও বিশ্লেষকেরা মনে করেন বৈশ্বিক মহামারীর এই সময়ে দুই দেশের কথা চিন্তা করে বর্ডার খুলে দেয়া এখনই ঠিক হবে না।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১১ জুলাই ২০২০/এমএম





