Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, বাংলা নিউজ :: বৈশ্বিক মহামারীর বর্তমান এই সময়ে সারা বিশ্ব এখন তাকিয়ে আছে করোনা ভাইরাসের প্রতিষেধক উদ্ভাবনকারী গবেষক ও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দিকে। আর এই সময় কানাডার ক্যালগেরির টমবেকার ক্যানসার সেন্টারের ক্লিনিক্যাল রিসার্চ কো-অর্ডিনেটর এবং আর “এক্স মিমস বাংলাদেশ’ এর পরিচালক আহমেদ হোসেন -“কোভিড -১৯ বাংলাদেশের ঔষধ শিল্পের উপর কি প্রভাব ফেলেছে এবং স্বাস্হ্য খাতের বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা “ বিষয়ক ভারচুয়াল আলোচনার আয়োজন করেন।

সভায় বাংলাদেশের স্বাস্থ্যখাতে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট ভিত্তিক করোনা সংক্রান্ত ঔষধের অপব্যবহার রোধে জনগনকে সচেতন করার ব্যপারে আলোচনা করা হয়। বর্তমান সময়ে দেশে ঔষধের কৃত্রিম সংকট তৈরী ও মুল্য বৃদ্ধি রোধে ঔষধ প্রশাসনের সক্রীয় ভুমিকার দিকে আলোকপাত করা হয়। কোভিড -১৯ মোকাবিলায় বাংলাদেশে করোনা প্রতিরোধক ঔষধের ক্লিনিক্যাল ট্রায়ালের অগ্রগতির উপর বকতব্য রাখা হয়।ঔষধ শিল্প প্রতিষ্ঠান গুলো স্বাস্থ্যবিধি মেনে দেশের জনগনের চাহিদা মেটানোর জন্য ঔষধ উৎপাদন করছে বলেও জানানো হয়।

সভায় মুল বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. সাইয়েদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন প্রফেসর ডক্টর এস এম আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সীতেশ সি বাচার।

এছাড়াও সভায় বাংলাদেশের ফার্মাসিটিক্যালস কোম্পানির স্কয়ার ফার্মার মার্কেটিং বিভাগের পরিচালক আহমেদ কামরুল আলম, ইনসেপটা ফার্মার জেনারেল ম্যানেজার এহসান আজিজ, বেক্সিমকো ফার্মার সিনিয়র ম্যানেজার মো. রেজাউল করিম, হেলথকেয়ার ফার্মার নির্বাহী পরিচালক বি কে রয়, রেনাটা ফার্মার জেনেরাল ম্যানেজার মনোয়ারুল ইসলাম, অ্যারিস্টো ফার্মার জেনারেল ম্যানেজার এস এম নুর হোসেন, এ সি আই ফার্মার পরিচালক মুহম্মদ মুহসিন, এস কে এফ ফার্মার পরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, একমি ল্যাবরেটরীজের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউদ্দীন,

রেডিয়েনট ফার্মার পরিচালক মোহাম্মদ আকখতার হোসেইন, ইউনিমেডিএবং ইউনি হেলথের উপ – ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন, পপুলার ফার্মার সিনিয়র ডিরেক্টর মো. কামরুল হাসান, ইবনে সিনহা ফার্মার সিনিয়র জেনারেল ম্যানেজার মো. নুরুললাহ, বীকন ফার্মার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো. হানিফ, নাভানা ফার্মার নির্বাহী পরিচালক অখিল চন্দ্র ভৌমিক, হামদর্দের সহকারী পরিচালক আবু জাফর মো. সাদেক, এভারেস্ট ফার্মার কো-প্রতিষ্ঠাতা ও সিইও এ কে এম আনোয়ারুল হক এবং বায়ো ফার্মার নির্বাহী পরিচালক ডা.লোকিয়াত উল্লাহ।

আয়োজক কানাডার ক্যালগেরির টমবেকার ক্যানসার সেন্টারের ক্লিনিক্যাল রিসার্চ কো-অর্ডিনেটর এবং আর “এক্স মিমস বাংলাদেশ’ এর পরিচালক আহমেদ হোসেন জানালেন আজকের এই আলোচনায় এতটুকু নিশ্চিত করে বলতে পারি বৈস্মিক মহামারীর এই সময় স্বাস্থ্য সেবায় ঔষধ শিল্পের এগিয়ে আসা যেমন জরুরি তেমনিভাবে সরকারের পরিকল্পিত ব্যবস্থা ও দেশের জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলে সরকারকে সাহায্য করাও প্রয়োজন। এখন প্রয়োজন শুধু সমন্বয়ের ।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৯ জুন ২০২০ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ