Menu

বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অব আলবার্টা’র নবনির্বাচিত নির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহন

বাংলানিউজসিএ ডেস্ক :: আলবার্টায় বাংলাদেশী ডাক্তারদের পেশাগত সংগঠন “বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অব আলবার্টা” (বিএমএসএ)’র ২০১৯-২০২১ মেয়াদে নির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ গত ১লা এপ্রিল, ২০১৯ দায়িত্ব গ্রহন করেছেন।

উল্লেখ্য যে, ইতঃপূর্বে গত ২৩শে মার্চ ২০১৯ অনুষ্ঠিত বিএমএসএ’র বার্ষিক সাধারণ সভা ২০১৯-য় “বিএমএসএ নির্বাচন কমিটি ২০১৯” প্রধান ডাঃ তানভীর তুরিন চৌধুরী কমিটির অপরাপর সদস্য ডাঃ শায়েনা রহমান এবং ডাঃ আনোয়ারা ইসলাম সমভিব্যাহারে নবনির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যদের নাম ঘোষণা করেন, যাঁরা হচ্ছেনঃ

ডাঃ ফারুক চৌধুরী (সভাপতি),

ডাঃ মোস্তফা আহমেদ চৌধুরী (সহ সভাপতি)

ডাঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক)

ডাঃ আব্দুল ওয়াদুদ রিপন (অর্থ সম্পাদক)

ডাঃ মাহজাবীন ফেরদৌস (পেশাগত উন্নয়ন সম্পাদক)

ডাঃ লাভলী বেগম (সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া সম্পাদক) এবং

ডাঃ বিথিকা সেন (প্রকাশনা সম্পাদক)

ক্যালগারীস্থ Ramada Plaza & Conference Center–এ অনুষ্ঠিত বিএমএসএ’র এ বার্ষিক সাধারণ সভার পর বাংলাদেশ এবং কানাডার জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় আলবার্টায় বাংলাদেশী ডাক্তারদের প্রথম পারিবারিক মিলনমেলা। সভাপতি ডাঃ ফারুক চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন। মার্চ মাস বাংলাদেশের স্বাধীনতার মাস। মূল অনুষ্ঠান শুরুর আগেই ৭১-এর মার্চে শাহাদাত বরণকারীদের, নিউজিল্যান্ডের ক্রাইষ্টচার্চে সাম্প্রতিক হত্যাকান্ডের শিকার শহীদদের এবং বিএমএসএ-এর চার সম্মানিত সদস্যের সাম্প্রতিক পিতৃবিয়োগে শোক প্রকাশ করে সবার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। মূল অনুষ্ঠান শুরু হয় নবনির্বাচিত নির্বাহী পরিষদের পরিচয় পর্ব দিয়ে। তুমুল করতালির মধ্যে পুনঃ নির্বাচিত সভাপতি ডাঃ ফারুক চৌধুরী উপস্থিত অভ্যাগতদের সাথে নবনির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যদের পরিচয় করিয়ে দেন। অতঃপর সঙ্গীতে, নৃত্যে, অভিনয়ে, আবৃত্তিতে এবং যাদু সহ বিচিত্র সাংস্কৃতিক পরিবেশনায় সমগ্র অনুষ্ঠানটি অভ্যাগতদের জন্য হয়ে উঠে এক মনোজ্ঞ স্মরণীয় সন্ধ্যা। কিছু সময়ের জন্য হলেও সবাই হারিয়ে যায় বহুবছর আগের দেশে চিকিৎসক সতীর্থ–বন্ধুদের মিলন মেলার সেই মধুময় স্মৃতিতে – আনন্দ-উচ্ছ্বাসে ঘুচে গিয়েছিল নবীন ও প্রবীণের বয়সের ব্যবধান। এমন একটি মনোজ্ঞ সন্ধ্যার জন্য সভাপতি ডাঃ ফারুক চৌধুরী বিশেষ ভাবে ধন্যবাদ জানান ডাঃ ইমদাদুল হক, ডাঃ আশ্রাফ আলী লস্কর, ডাঃ তুরিন চৌধুরী এবং ডাঃ আব্দুল ওয়াদুদ রিপনকে। রাত তখন সাড়ে এগারোটা – বিদায়ী সাধারন সম্পাদক ডাঃ গুলশান আক্তারের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য। এক মধুর অনুভূতির স্মৃতি নিয়ে আগামী বছরে এ সময়ে আবার পরিবার পরিজন সহ মিলিত হবার অঙ্গীকারে উপস্থিত অভ্যাগতরা একে অপরের কাছ থেকে বিদায় নেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৮ এপ্রিল ২০১৯/এমএম


এই বিভাগের আরও সংবাদ