আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, বাংলা নিউজ :: বাংলাদেশের সাংস্কৃতিক জগতের মহীরূহ অন্যায়ের ও বৈষম্যের বিরুদ্ধে আজন্ম প্রতিবাদী, মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল মহলের অগ্রসৈনিক কামাল লোহানীর মৃত্যুতে কানাডার বিভিন্ন স্থানে গভীর শোক ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কানাডার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
কানাডার আলবার্টা আওয়ামি লীগের সভাপতি ড: জাফর সেলিম গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, আমাদের মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং গৌরবোজ্জল মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
কানাডার আলবার্টার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জনাব আব্দুল্লা রফিক এক বিবৃতিতে বলেন, কামাল লোহানীর মৃত্যুতে জাতি একটি বিশাল প্রতিষ্ঠান কে হারিয়েছে l তিনি ছিলেন বাঙালি জাতির বিবেকের অংশ l তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, বাঙালি জাতির সাংকৃতিক অঙ্গনের প্রতিটি ক্ষেত্রে ছিলো তার অবাধ বিচরণ l এ ছাড়াও তিনি বিশিষ্ট ব্যক্তিত্ব কামাল লোহানীর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন l
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের সভাপতি সুভাষ দাশ ও সাধারণ সম্পাদক মিনারা বেগম এক বিবৃতিতে জানান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রাক্তন সভাপতির এই অপ্রত্যাশিত মৃত্যুতে দেশ ও জাতি একজন অভিভাবককে হারিয়েছে। দেশের রাজনীতি ও সংস্কৃতিতে প্রতিকুল সময়ে এই মহান নিবেদিত প্রাণ সাংস্কৃতিক সংগ্রামীর মৃত্যু যে গভীর শূন্যতার সৃষ্টি করলো তা কোনভাবেই পূরণ করা সম্ভব নয়।
তিনি দেশের সাংস্কৃতিক কর্মীদের যাবতীয় আন্দোলন-সংগ্রামে একটি ভরসার কেন্দ্র হিসাবে ছিলেন। কানাডা সংসদ মনে করে, সকল সাংস্কৃতিক-রাজনৈতিক কর্মীকে তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজ তথা মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব কাঁধে তুলে নিলেই তাঁর প্রতি সম্মান প্রদর্শন করা হবে। তাঁরা আরো জানিয়েছেন, আগামী ২৭শে জুন (কানাডা সময়) শনিবার সকাল ১০.০০ উদীচীর প্রাক্তন সংগ্রামী সভাপতির জন্য একটি অনলাইন স্মরণসভার আয়োজন করা হয়েছে
প্রগতিশীল গণতান্ব্রিক উদ্যোগ (পিডিআই) কানাডার পক্ষে যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎ রঞ্জন দে জানিয়েছেন, স্বাধীনতাপূর্ব প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের অন্যতম মুখ, অন্যায় ও আপোষের বিরুদ্ধে আজন্ম প্রতিবাদী, বিভিন্ন সময়ে কারাবরণকারী মুক্তিযোদ্ধা ও সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে দেশের রাজনীতি-সাংস্কৃতিক জগতে গভীর শূন্যতার সৃষ্টি করেছে। তাঁর মৃত্যু জাতির মেধার জগতের এক অপূরণীয় ক্ষতি। আমাদের দায়িত্ব তাঁর অসমাপ্ত আন্দোলন ও জীবন দর্শনকে বাস্তবায়নে এগিয়ে আসা।
পিডিআই কানাডা মনে করে, তাঁর অসমাপ্ত আন্দোলন ও জীবন দর্শন বাস্তবায়নে দেশের সরকারের পদক্ষেপ গ্রহনের প্রয়োজনীয়তা রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ ও জাতি গঠনের জন্য তিনি সকল আন্দোলনে যুক্ত ছিলেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৫ জুন ২০২০ /এমএম





