আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাাদক, বাংলা নিউজ :: কানাডার আলবার্টায় শনিবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব আলবার্টায় টর্নেডো ছোঁয়া, তীব্র বজ্রপাতে ভারী শিলাবৃষ্টি এবং ক্যালগারি ও আশপাশের অঞ্চলে বন্যা বয়ে গেছে।
ক্যালগেরি শহরটি সতর্ক করেছিল যে একাধিক রাস্তা প্লাবিত হয়েছিল, বেশিরভাগ উত্তর-পূর্ব ক্যালগরিতে, ৫২ তম স্ট্রিট এবং ম্যাককনাইট বুলেভার্ড সহ এবং ১৬ এভিনিউ থেকে ৩২তম অ্যাভিনিউ এন.ই. এর মধ্যে ডেরফুট ট্রেল অন্তর্ভুক্ত। দমকল বিভাগ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে যে তাদের নৌকাটি ডেয়ারফুট ট্রেলের আটকা পড়া গাড়ি চালকদের উদ্ধার করতে বেরিয়েছিল।
বন্যার কারণে মারলবারো এবং স্যাডলেটাউন স্টেশনের মধ্যে সি ট্রেন যাতায়ত স্থগিত করা হয় এবং উত্তর-পূর্বের একাধিক বাস রুটও স্থগিত করা হয়, কারণ অনেকগুলি রাস্তা দুর্গম ছিল।
অনেক বড় রাস্তা বন্ধ হয়ে যায় এবং ক্রুরা আটকা পড়ে থাকা চালকদের উদ্ধার করে। ক্যালগেরির নর্থইস্ট এলাকাটি এশিয়ান অধ্যুষিত এলাকা। এই এলাকায় প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালি বসবাস করে। প্রবাসী বাঙ্গালীদের বাড়ি ঘর গাড়ি এবং বাগানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
প্রবাসী বাঙালি আহমেদ তৌফিক জানালেন, প্রায় ২০ মিনিটের শিলাবৃষ্টিতে আমার দুইটা টয়োটা রাভ ৪ গাড়ী ,বাড়ির সাইডিং এবং ফিটিং রুফের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এছাড়াও গত দুমাস ধরে বাগানে লাগানো সব শাক সব্জি নষ্ট হয়ে গেছে, মাত্রই ফুল আসা আপেল গাছের ও ক্ষতি হয়েছে, বাগানে যা ছিল সব কিছুই নষ্ট হয়ে গেছে ।
শহরের এই অংশে প্রতিটি বাড়ির রাস্তায় পার্ক করা প্রতিটি গাড়ির, প্রতিটি বাড়ি, প্রতিটি বাগানের একই অবস্থা। কয়েক বছর আগেও একবার এরকম হয়েছিল। আমার দুটি গাড়ীই সেবারও রাইট অফ হয়ে যায়। এবার তার চেয়েও বেশী ক্ষতি হয়েছে।
নর্থ ইস্ট এর সৈয়দা রওনক জাহান জানান, আমার এই এলাকায় প্রায় প্রতিটি বাড়ি এবং গাড়ির ব্যাপক ক্ষতি সধন হয়েছে। প্রচন্ড বৃষ্টির সঙ্গে বড় আকারের শিলাখণ্ড ছিল যা ঘরবাড়ি এবং গাড়ির ক্ষতিসাধন করে। তবে আমাদের শারীরিক কোনো ক্ষতি হয়নি।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৪ জুন ২০২০/এমএম






