Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক ,বাংলা নিউজ :: করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে বিশ্বের বেশিরভাগ দেশেই চলছে লকডাউন। বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ, যান চলাচল, ঘর থেকে বের হওয়ায় রয়েছে কড়া নিষেধাজ্ঞা। কানাডায় ও এর ব্যতিক্রম নয়। তবে মহামারি রোধে এমন পদক্ষেপকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। অনেকেই আবার প্রতিবাদ করছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত রাষ্ট্র প্রতিনিধিরা একদিকে অর্থনীতি আর অন্যদিকে স্বাস্থ্য সচেতনতা।কানাডা সরকার কর্তৃক সচেতনতামূলক নানা ধরনের কর্মসূচি ও পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কানাডায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

কানাডার বিভিন্ন রাজনীতিবিদ, অর্থনীতিবিদরা এবং স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধিরা একের পর এক আলাপ-আলোচনা করছেন বর্তমান পরিস্থিতি নিয়ে। ইতিমধ্যে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় পরিস্থিতি উন্নত হলে সেখানে লকটাউন তুলে নেয়া হয়েছে।এখনো কুইবেক এবং অন্টারিওতে লকডাউন থাকলেও তা যেকোনো সময় তুলে নেয়া হতে পারে কারণ অর্থনীতি চালু করে ঘুরে দাঁড়াতে হবে বলে প্রশাসন মনে করছে। আলবার্টা প্রভিন্স এ লকডাউন ধীরে ধীরে শিথিল করার পরিকল্পনা চলছে। তবে একসাথে সবকিছু খুলে দেয়ার পরিকল্পনা আপাতত নেই।

এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে উচ্চস্বরে মাগরিবের আজান প্রচারের অনুমতি দিয়েছে টরোন্টো,অটোয়া, মিসিসাউগা এবং ক্যালগেরি সিটি কাউন্সিল। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে সিটি কাউন্সিল গুলো পৃথক পৃথক ভাবে এই অনুমোদন দেয়। সংক্ষিপ্ত আকারে আজান প্রচার করার অনুমতি দিলেও মসজিদে সমবেত হওয়ার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে। আগামী ২৩ শে মে পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে বলে জানা গেছে।

এদিকে আসন্ন ঈদ উপলক্ষে ঈদের জামাতে নামাজ পড়া নিয়ে চলছে জল্পনাকল্পনা। ক্যালগেরির বিএম আইসিসি এর প্রেসিডেন্ট কাজী রহমান সুজা জানালেন ঈদের জামাত নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে পরিকল্পনা চলছে। যদি আমরা ঈদের জামাত আদায় করি তাহলে আলবার্টার নিয়ম নীতি মেনেই হয়ত ১৫ জনের জামাতে নামাজ পড়া যাবে।

অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলো খুলে দেয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে অন্টারিওর প্রভিন্সিয়াল সরকার।এ ব্যাপারে বিভিন্ন মসজিদের পরিচালনা কমিটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে। স্কারবোরো সেন্টারে এমপি সালমা জাহিদ মঙ্গলবার সন্ধ্যায় ভার্চ্যূয়াল এক ইফতার পার্টিতে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।

স্কারবোরোর সব এমপি, এমপিপি এবং লিবারেল পার্টির নেতাদের নিয়ে এই ভার্চুয়াল ইফতার পার্টির আয়োজন করা হয়। মন্ত্রী বিল ব্লেয়ার এমপি, আহমেদ হোসেন এমপিও এতে অংশ নেন। লিবারেল পার্টির তরুন নেতা সারোয়ার চৌধুরী এই ইফতার পর্টির আয়োজন করেন।

তিনি জানান, খোলা মাঠে বা মসজিদে আসন্ন ঈদের জামাত অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে বলে তিনি মনে করেন না। ইফতার পার্টিতে একজন অংশগ্রহনকারী আসন্ন ঈদে মুসলমানদের মাঠে এবং মসজিদে ঈদের নামাজ আদায়ের সুযোগ দেয়া যায় কী না জানতে চাইলে সালমা জাহিদ এমপি এই তথ্য জানান।

তিনি বলেন, প্রভিন্সিয়াল সরকারের ঘোষিত জরুরী অবস্থা এখনো বহাল আছে। জরুরী অবস্থায়ও কোথাও ৫ জনের বেশি সমাগম করা যায় না। কাজেই এই অবস্থায় ঈদের জামাতের অনুমতি দেয়া হবে বলে তিনি মনে করেন না।

সালমা জাহিদ জানান, সীমিত পরিসরে দোকানপাট খুলে দেয়ার পরিকল্পনার সাথে সাথে মসজিদগুলো খুলে দেয়ার চিন্তাও করা হচ্ছে। তবে কি উপায়ে, কি বিধিব্যবস্থা অনুসরণ করে তা করা হবে তা নিয়ে শিগগিরই মসজিদ কমিটির প্রতিনিধিদের সাথে প্রভিন্সিয়াল সরকার আলোচনা করবে।

অপর দিকে কানাডায় প্রবাসী বাঙালিরা একে অপরের সহযোগিতা এগিয়ে আসছে। কমিউনিটি লিডাররা খবর নিচ্ছেন, ইমেইলের মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে সচেতন করছেন সবাইকে। ক্যালগেরির কিছু কিছু নিত্য প্রয়োজনীয় গ্রোসারির ষ্টলগুলো ব্যস্ত রয়েছে প্রবাসী বাঙ্গালীদের ঘরে ডেলিভারি অর্ডার পৌঁছে দিতে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৬ মে ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ