Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, বাংলা নিউজ :: কানাডায় টরোন্টো প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি জামিল আহমেদ কোভিড-১৯ করােনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন টরেন্টো সেনজোসেফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি গােপালগঞ্জ ফাউন্ডেশনের উপদেষ্টা ছাড়ার বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। কমিউনিটি তে তিনি সর্বজন গৃহীত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘদিন ধরে করােনার সঙ্গে যুদ্ধ করে হেরে যান । জামাল আহমেদ-এর মৃত্যুতে কানাডা প্রবাসীদের মধ্যে শােকের ছায়া নেমে আসে। সােশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শােক তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর শােক জানিয়ে পরিবারের প্রতি সমবেনা জানিয়েছেন।

কানাডার টরন্টো ও অটোয়াতে এ নিয়ে করােনা ভাইরাসে ৯ জনের মৃত্যু ঘটেছে এর মধ্যে ৮ জনই টরন্টোতে এবং একজন অটোয়াতে। উল্লেখ্য, ইতােপূর্বে অটোয়ায় গত ৪ এপ্রিল শরিয়তুল্লাহ, ৫ এপ্রিল টরন্টোতে বীর মুক্তিযােদ্ধা। হাজী তুতিউর রহমান, ১০ এপ্রিল ওমর শেখ ও জামাল আলী, ১৭ এপ্রিল বীর মুক্তিযােদ্ধা এডভােকেট সালাম শরিফ, ১৮ এপ্রিল মােঃ শওকত আলী, ৭ ম বাংলাদেশি মােহাম্মদ আবু নাসের ৮ম বাংলাদেশি প্রফেসর ড.কাজী আবদুর রউফ এবং ১৪ মে ৯ম বাংলাদেশি জামিল আহমেদ এই মরণঘাতী ভাইরাসে মারা যান। এ ছাড়া আক্রান্ত আরাে বেশ কয়েকজন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। আরাে কয়েকজন হােম কোয়ারাইন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। তবে করােনাভাইরাসের কারনে প্রবাসীরা আতংকিত।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৫ মে ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ