Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, বাংলা নিউজ :: বিশ্ববরেণ্য সমাজবিজ্ঞানী ড.কাজী আবদুর রউফ (৬৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কানাডার টরণ্টোর’র একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় গতকাল সকাল ৮ টায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি ৮ ভাই বোনের মাঝে ২য় ছিলেন।প্রফেসর ড.কাজী আবদুর রউফ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রে প্রিসটন বিশ্ববিদ্যালয়, নোবেল বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ছিলেন।

তিনি জাতিসংঘের আন্তর্জাতিক ত্রাণ তহবিল সংস্থার পরিচালক হিসেবে বিশ্বের ১২০টি দেশ ভ্রমন করেন। বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য নিজের প্রাপ্ত অর্থ থেকে প্রায় ২০ মিলিয়ন ডলার জাতিসংঘের আন্তর্জাতিক ত্রাণ তহবিলে দান করেছেন।প্রফেসর ড.কাজী আবদুর রউফ কে পরিচর্চা করার জন্য হাসপাতাল প্রশাসনকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কৃতজ্ঞতা প্রকাশ করেন।প্রফেসর ড.কাজী আবদুর রউফ এর স্ত্রী কাজী সাবিনা মোজাম্মিল কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তার মৃত্যুর সংবাদে গ্রামীন ব্যাংক এর প্রতিষ্ঠাতা ড.মোহাম্মদ ইউনুস, কুমিল্লা উত্তর আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই বিশিষ্ট লেখক জুলফিকার নিউটন দোয়া চেয়ে বলেন,আমার ভাইটি দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে আজীবন কাজ করে গেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত! সৃষ্টিকর্তার কাছে কামনা করছি আল্লাহ্ যেন জান্নাত নসীব করেন!মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২ টায় কানাডার টরেন্ডো’র সরকারী সমাধীস্থলে রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন হবে।প্রফেসর ড. কাজী আবদুর রউফ এর মৃত্যুতে টরন্টোর প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

কানাডার টরেন্টো ও অটোয়াতে করোনায় আক্রান্ত হয়ে এ নিয়ে মোট ৮ জন প্রবাসী বাঙালির মৃত্যু হল। এরমধ্যে টরোন্টো তে সাতজন এবং একজন অটোয়া তে। ইতিমধ্যেই অনেক প্রবাসী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অনেকেই কোয়ারেন্টাইন এ আছেন। কানাডায় প্রবাসী বাঙ্গালীদের মধ্যে মরনঘাতক করোনা ভাইরাস নিয়ে এখনো আতঙ্ক বিরাজ করছে।।উল্লেখ্য , ইতােপূর্বে অটোয়ায় গত ৪ এপ্রিল শরিয়তুল্লাহ, ৫ এপ্রিল টরন্টোতে বীর মুক্তিযােদ্ধা হাজী তুতিউর রহমান, ১০ এপ্রিল ওমর শেখ ও জামাল আলী, ১৭ এপ্রিল বীর মুক্তিযােদ্ধা এডভােকেট সালাম শরিফ, ১৮ এপ্রিল মােঃ শওকত আলী, ৭ম বাংলাদেশি, মােহাম্মদ আবু নাসের এবং ৮ম বাংলাদেশি প্রফেসর ড . কাজী আবদুর রউফ এই মরণঘাতী ভাইরাসে মারা যান।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৩ মে ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ