Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, বাংলা নিউজ :: বৈশ্বিক করোনা ভাইরাস সারা পৃথিবীকে নাড়া দিয়ে চলছে প্রতিনিয়ত। কানাডায় হাউস অফ কম্মন্স নামে পরিচিত সংসদে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ভার্চুয়াল অধিবেশন বসছে আগামীকাল। কানাডার ইতিহাসে এটিই প্রথম। সংসদ ভবনে না গিয়েই সাংসদরা ভার্চুয়াল অধিবেশন করবেন।

আজ দুপুরে তার ‘ড্রাই রান’ও (পরীক্ষামূলক অধিবেশন) হয়ে গেলো। ৩৩৮ জন এমপির মধ্যে ২৯৭ জন এতে অংশ নেন। বহুল আলোচিত এবং ব্যবহৃত জুম সফ্ট্ওয়্যার ব্যবহার করা হচ্ছে সংসদের অধিবেশনের জন্য। তবে হাউজ অব কমন্সের জন্য সফ্ট্ওয়্যারটির বিশেষ একটি ভার্সন তৈরি করা হয়েছে যাতে কেউ হ্যাক করে ফেলতে না পারে।

এর আগে হাউজ অব কমন্সের কয়েকটি কমিটি বৈঠক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হয়েছে। সংসদ অধিবেশনের জন্য জুম এর বিশেষ ভার্সন ব্যবহার করা হলেও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নিয়মিত ব্রিফিং কিংবা মন্ত্রী সভার বৈঠকের জন্য জুম এর সফ্ট্ওয়্যার ব্যবহার করা হয় না। প্রধানমন্ত্রীর কোন সফ্ট্ওয়্যার ব্যবহার করেন সেটি কঠোরভাবে গোপন রাখা হয়েছে।সর্বশেষ তথ্য মোতাবেক কানাডায় করোনায় মোট আক্রান্ত পঞ্চাশ হাজার ২৬ জন আর সুস্থ হয়েছে ১৯হাজার ১৯০এবং মারা গেছে প্রায় তিন হাজারের কাছাকাছি। এর মধ্যে ক্যুইবেক মৃত্যু হয়েছে সব চেয়ে বেশি।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৯ এপ্রিল ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ