Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, বাংলা নিউজ :: টরন্টোর ডেভেনপোর্ট এলাকায় বসবাসরত মোহাম্মদ আবু নাসের করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার নিজ অ্যাপার্টমেন্টে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার অপরাহ্নে রিচমন্ড হিলের সেমিটারিতে তাঁকে ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তবে মৃত্যুকালে আপন কেউ তাঁর কাছে ছিলেন না। তাঁর বড় ছেলে যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং বাকি ছেলে মেয়েরা দেশে থাকেন। কিছুদিন আগে তিনি স্ত্রীকে নিয়ে দেশে গেলে তাকে ওখানে রেখে একা চলে আসেন কানাডায়। জানা যায়, তাঁর দেশের বাড়ি নোয়াখালি জেলার চাটখিলে। ঢাকার ফার্মগেট এলাকার জাহানারা গার্ডেনে দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। মোহাম্মদ আবু নাসের ২০০৬ সালে কানাডায় আসেন।

কানাডার টরোন্টো ও অটোয়াতে এ নিয়ে করােনা ভাইরাসে ৭ জনের মৃত্য ঘটেছে।এ নিয়ে টরন্টোতে ৬ জন এবং একজন অটোয়াতে। উল্লেখ্য, ইতােপূর্বে অটোয়ায় গত ৪ এপ্রিল শরিয়তুল্লাহ, ৫ এপ্রিল টরন্টোতে বীর মুক্তিযােদ্ধা হাজী তুতিউর রহমান, ১০ এপ্রিল ওমর শেখ ও জামাল আলী, ১৭ এপ্রিল বীর মুক্তিযােদ্ধা এডভোকেট সালাম শরিফ, ১৮ এপ্রিল মাে. শওকত আলী মারা যান। ২৪ শেষ এপ্রিল ৭ম বাংলাদেশি, মােহাম্মদ আবু নাসের যিনি করােনা আক্রান্ত হয়ে মারা গেলেন। এ ছাড়া বেশ কয়েকজন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এর মধ্যে টরন্টোতে দু’জন এবং মন্ট্রিয়লে তিন জন। আরাে কয়েকজন হােম কোয়ারাইস্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। তবে করােনাভাইরাসের কারনে প্রবাসীরা আতংকিত। সারা কানাডায় এখন পর্যন্ত ৪৫,৫৮৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২,৪৯০ এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৬,৫১৯ জন। আশা রাখতে পারছেন না অনেকেই। যথাসাধ্য নিয়ম মানার পরেও প্রচুর সংখ্যক লোকের মৃত্যুত প্রবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৬ এপ্রিল ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ