Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, বাংলা নিউজ :: করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির সময় কানাডা সরকারের বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেয়া বিভিন্ন পদক্ষেপ একের পর এক প্রশংসনীয় হচ্ছে। ইতোমধ্যে তিনি কানাডায় এই মহামারীর সময় যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য জরুরী ভাবে আর্থিক সহায়তার ব্যবস্থা করেছেন। মাধ্যমিক পরবর্তী শিক্ষার্থী ও গ্রাজুয়েটদের সহায়তায় ৯০০ কোটি কানাডিয়ান ডলারের তহবিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার তিনি এ ঘোষণা দেন। মে থেকে আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা ১২৫০ কানাডিয়ান ডলার পাবেন, তবে ডিপেন্ডেন্ট ও ডিজেবল শিক্ষার্থীদের ক্ষেত্রে তা ১৭৫০ ডলার পর্যন্ত হতে পারে।

অন্যদিকে ক্লাশ চলাকালীন সময়ে বিদেশি শিক্ষার্থীদের (ইন্টারন্যাশনাল স্টুডেন্ট) সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘন্টা কাজ করার নিয়ম শিথিল করেছে কানাডা। জরুরী স্বাস্থ্যসেবা,অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহসহ জরুরী খাতে কাজ করার ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কোনো শর্ত থাকবে না।আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে বলে ইমিগ্রেশন, রিফিউজি ও সিটিজেনশিপ মন্ত্রনালয় আজ বুধবার এই নির্দেশনা জারি করেছে।

প্রসঙ্গত, বর্তমানে ক্লাশ চলাকালীন সময়ে একজন বিদেশি শিক্ষার্থী সপ্তাহে ২০ ঘন্টার বেশি কাজ করতে পারে না।ইমিগ্রেশন মন্ত্রনালয়ের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণের ফলে উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যসেবাসহ খাদ্যসামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ খাতে চাপ তৈরি হয়েছে। এই চাপ কমানোর জন্যই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

স্ট্যাটিসটিক্স কানাডার তথ্য অনুসারে, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১১ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী কানাডায় স্বাস্থ্যখত সংশ্লিষ্ট বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছে। এদের প্রায় সবাই তাদের কোর্স শেষ করেছে বা শেষ করার পর্য়ায়ে আছে।অনেকেই প্রশিক্ষণও নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্ত্রনালয় মনে করছে।কানাডায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৯০ এবং মারা গেছে ১ হাজার ৯৭৪ জন। এছাড়া করোনা থেকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৩ হাজার ৯৮৬ জন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৩ এপ্রিল ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ