Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, বাংলা নিউজ :: কানাডার টরেন্টোতে ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অব কানাডার প্রেসিডেন্ট, কমিউনিটির প্রিয়মুখ সদা হাস্যজ্জল, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক এডভোকেট সালাম শরীফ আজ ৭.৩০ মিনিটে এ কক্সওয়েল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। শেষ পর্যন্ত তিনি হেরে গেলেন করোনা ঘাতকের বিরুদ্ধে লড়াই করে। তিনি ছিলেন রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একজন স্বদেশপ্রেমিক। দুর্নীতিবাজ ও চাটুকারের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। তার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের পাশাপাশি উৎকণ্ঠাও বেড়ে চলেছে। এ নিয়ে করোনা ভাইরাসে টরোন্টোতে চারজন এবং অটোয়াতে একজন মোট ৫ জন বাংলাদেশির মৃত্যু খবর পাওয়া গেছে।

কানাডায় এখন পর্যন্ত ৩১ হাজার ৯২৭ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১ হাজার ৩১০ জন আর সেরে উঠেছেন ১০ হাজার ৫৪৩ জন। কানাডার আলবার্টার এডমেনটন, টরন্টো, মন্ট্রিয়ল এবং ব্রিটিশ কলম্বিয়ায় প্রবাসী বাঙ্গালীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন অনেকেই। মন্ট্রিয়লে দু’জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাস অসুস্থ রয়েছে তন্মধ্যে শিল্পী দেব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তার উন্নতি হচ্ছে বলে হাসপাতাল এবং পরিবার সূত্রে জানা গেছে। লিপি ধর নামে আরেকজন স্বাস্থ্যকর্মী হোম আইসোলেশনে ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছেন। এখনো দশ বারো জন বাংলাদেশি অসুস্থ হয়ে কেউ হাসপাতালে, কেউবা ঘরেই আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৮ এপ্রিল ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ