Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, বাংলা নিউজ :: কানাডায় এখন পর্যন্ত ২৭ হাজার ৬৩ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৯০৩ জন আর সেরে উঠেছেন ৮ হাজার ২৩৫ জন। কানাডার আলবার্টার এডমেনটন, টরন্টো, মন্ট্রিয়ল এবং ব্রিটিশ কলম্বিয়ায় প্রবাসী বাঙ্গালীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে টরন্টোতে ইতিমধ্যে চারজনের মৃত্যুবরণ করেছেন।

অন্যদিকে দোকানপাট তথা অর্থনৈতিক কর্মকান্ড চালুর প্রক্রিয়া নির্ধারনের উদ্যোগ নিয়েছে সাসকাচুয়ান প্রভিন্স। আগামী সপ্তাহ নাগাদ এই ব্যাপারে একটি পরিকল্পনা প্রকাশের কাজ শুরু করেছে।

সাসকাচুয়ানের প্রিমিয়ার স্কট মো সাংবাদিকদের বলেছেন, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার নিম্নহার অব্যাহত থাকলে আগামী সপ্তাহ নাগাদ তারা অর্থনৈতিক কর্মকান্ড চালুর পরিকল্পনা প্রকাশ করতে পারেন। প্রিমিয়ার বলেন, মনে হচ্ছে আক্রান্তের সংখ্যা এখন ফ্লাট এবং এটি অব্যাহত থাকলে ব্যবসা প্রতিষ্ঠান চালু হলে পরিস্থিতি কি দাঁড়াবে সেটা নিয়ে আমরা এখনি ভাবতে পারি। তিনি বলেন, রাতারাতি সবকিছুকেই আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেয়ার কোনো ম্যাজিক আমাদের হাতে নেই।

সাসকাচুয়ানের প্রিমিয়ার আরও বলেন, প্রভিন্সের কর্মকর্তারা এই সপ্তাহ ধরেই অর্থনৈতিক তৎপরতা চালুর পরিকল্পনা নিয়ে কাজ করবেন যাতে আগামী সপ্তাহে সেটি প্রকাশ করা যায়। তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত হলেও সেটি হবে ধীরে ধীরে এবং পর্যায় ক্রমে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৫ এপ্রিল ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ