আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, বাংলা নিউজ :: কানাডার টরন্টোতে আশরাফুল আলম ওমর নামের আরেক বাংলাদেশীর মৃত্যু হয়েছেন। ১০ এপ্রিল শুক্রবার স্থানীয় রাত ৯টায় টন্টোর ইষ্ট ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এনিয়ে কানাডায় ৪ জন বাংলাদেশীর মৃত্যু হলো। এরআগে মাত্র দুই ঘন্টার ব্যবধানে একই দিন সন্ধ্যা ৭ টায় টরন্টোতে জামাল আলী নামের আরেক বাংলাদেশী মৃত্যুবরণ করেন।
জানা যায়, টরন্টো প্রবাসী আশরাফুল ইসলাম ওমর মৃত্যুকালে স্ত্রী ও ১১ বছরের এক পুত্র সন্তান রেখে গেছেন। তিনি ঢাকা শান্তিবাগের বাসিন্দা।বর্তমানে টরেন্ট্রো এবং মন্ট্রিলে বেশ কয়েকজন বাঙালি আইসিইউতে রয়েছেন বলে জানা গেছে।পুরো কানাডায় হু হু করে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। বাংলাদেশ কমিউনিটিতে শোকের পাশাপাশি উদ্বেগ-উৎকণ্ঠা দিন দিন বেড়েই চলছে।
কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কানাডায় এখন পর্যন্ত ২২,১৪৮ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, ৫৬৯ মারা গেছেন , আর ৬০১৩ জন সেরে উঠেছেন । কানাডার আলবার্টার এডমেনটন, টরন্টো, মন্ট্রিয়ল এবং ব্রিটিশ কলম্বিয়ায় প্রবাসী বাঙ্গালীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত চারজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে তিন জন টরোন্টো এবং একজন অটোয়াতে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১২ এপ্রিল ২০২০/এমএম