Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, বাংলা নিউজ :: কানাডার পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী মারটা মর্গান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।পররাষ্ট্র মন্ত্রনালয় এই তথ্য নিশ্চিত করেছে বলে কানাডার বিভিন্ন মিডিয়া জানিয়েছে। গ্লোবাল নিউজ প্রথমে ফেডারেল উপমন্ত্রীর করোনায় ভাইরাসের আক্রান্ত হ্ওয়ার খবর প্রকাশ করে। পরে বিভিন্ন মিডিয়া যোগাযোগ করলে পররাষ্ট্র মন্ত্রনালয় তথ্য নিশ্চিত করে।

পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন মুখপাত্র মিডিয়াকে জানিয়েছেন, উপমন্ত্রী মারটা মর্গানের দেহে করোনা ভাইরাসের মৃদু উপসর্গ দেখা দেয়ায় তিনি চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন । বর্তমানে তিনি নিজ বাড়ীতে আইসোলেশনে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল বলে মন্ত্রনালয় জানিয়েছে।পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, উপমন্ত্রীর সংস্পর্শে আসা কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করার কাজ চলছে।

কানাডায় এখন পর্যন্ত ১৯৪৩৮ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪২৭ জন আর সেরে উঠেছেন ৪৫৪৮ জন। কানাডার আলবার্টার এডমেনটন, টরন্টো, মন্ট্রিয়ল এবং ব্রিটিশ কলম্বিয়ায় প্রবাসী বাঙ্গালীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে টরন্টোতে ইতিমধ্যে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এ ছাড়াও বর্তমানে ট্রন্টো এবং মন্ট্রিয়ে বেশ কয়েকজন বাঙালি আইসিইউতে রয়েছেন বলে জানা গেছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৯ এপ্রিল ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ