আহসান রাজীব বুলবুল, কানাডা :: কানাডায় সর্বশেষ তথ্য অনুযায়ী কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে এক লক্ষ ৮৪ হাজার দুইশ এক জন লোকের মধ্যে।এর মধ্যে পাঁচ হাজার ২৬৪ জন কনফার্ম কেসেস । এ পর্যন্ত সর্বমোট মৃত্যুর সংখ্যা ৫৯জন। এর মধ্যে কুইবেক শহরে করোনা ভাইরাসে আক্রান্ত এর সংখ্যা সবচেয়ে বেশি ২৪৯৮ জন।
কানাডার অন্টারিওতে কোভিড-১৯ পরিস্থিতিতে পণ্যের দাম বাড়িয়ে দিলে ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১ লক্ষ ডলার জরিমানা এবং ১ বছরের জেল। করপোরেশনের ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ হবে সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার। করপোরেশনের ডিরেক্টরদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ লক্ষ ডলার জরিমানা এবং ১ বছরের জেল। অন্টারিও প্রিমিয়ার ডগফোর্ড আজ এই ঘোষণা দিয়েছেন।
কানাডার আলবার্টায় জনসমাগম ৫০ জন থেকে ১৫ জনে কমানো হয়েছে।অন্যদিকে কানাডাতে সম্প্রতি যারা বাইরের দেশ থেকে আসছেন তাদের প্রত্যেককে ১৪ দিন কোয়ারেইনটেন বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম ভঙ্গকারীদের ৬ মাসের জেল অথবা সাড়ে সাত লাখ ডলারের জরিমানা করা হবে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৯ মার্চ ২০২০ /এমএম