Menu

আহসান রাজীব বুলবুল, কানাডা :: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত শুক্রবার করোনা মহামারীর প্রার্দুভাবে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও মাঝারি প্রকৃতির ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৭৫ শতাংশ পর্যন্ত মজুরি ভর্তুকির ঘোষণা দিয়েছেন। স্বেচ্ছা সঙ্গরোধে থাকা তার রিডো কটেজে আয়োজিত ‘ডেইলি আপডেটে’ তিনি সে কথা জানান।

তার ভাষায়, ‘এটা সুস্পষ্ট যে আমাদের আরও বেশি কিছু করা উচিত; সেজন্য উপযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই ভর্তুকির পরিমাণ ৭৫ শতাংশ করা হয়েছে।’ তিনি বলেন, ‘এর অর্থ হচ্ছে, তাদের কর্মদাতাদের ব্যবসা ধীরগতির হয়েছে অথবা বন্ধ করা হয়েছে।’ এতে এই ভর্তুকি সংক্রান্ত প্রণোদনা ১৫ মার্চ থেকে কার্যকর হবে। তবে এখনও এই ভর্তুকির বিশদ জানানো হয়নি, সোমবার তা জানানো হবে।

এছাড়া ট্রুডো জানান, তার সরকার ‘কানাডা ইমার্জেন্সি বিজনেস অ্যাকাউন্ট’ কার্যক্রমের অধীনে ক্ষুদ্র ও মাঝারি প্রকৃতির ব্যবসা প্রতিষ্ঠানকে এক বছরের জন্য সর্বোচ্চ ৪০ হাজার ডলার পর্যন্ত সুদবিহীন ঋণ প্রদান করবে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৯ মার্চ ২০২০ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ