Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক :: কোভভিড ১৯ দ্রুতগতিতে বৃদ্ধির ফলে কানাডার আলবার্টা , ব্রিটিশ কলম্বিয়া এবং অন্টারিও প্রদেশকে পাবলিক হেলথ জরুরি অবস্থার ঘোষণা করেছে যথাক্রমে আলবার্টার প্রিমিয়ার জ্যাসন কেনি, অন্টারিও এর প্রিমিয়ার ডগ ফোড এবং ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার জন হরগান।এ সকল প্রদেশের সকল প্রকার পাবলিক লাইব্রেরী, জিমনেশিয়াম এবং বিনোদনমূলক কার্যক্রম অনির্দিষ্টকাল পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে। ৫০ এর অধিক জন সমাগমে নিষিদ্ধ করা হয়েছে।

সর্বশেষ খবরে কানাডায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে সাতজন ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ এবং একজন অন্টারিও প্রদেশে । সর্বশেষ খবরে জানা গেছে পুরো কানাডায় এ পর্যন্ত ৫৯৮ জন কোভিড-১৯ এ শনাক্ত’ হয়েছে এর মধ্যে আলবার্টা প্রভিনস এ রয়েছে ৯৭ জন।এ সকল প্রদেশের মসজিদে লোকসমাগম এড়াতে পাঁচ ওয়াক্ত নামাজ এবং শুক্রবারে জুমার নামাজ স্থগিত করেছে অনির্দিষ্টকাল পর্যন্ত।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনা ভাইরাসে আক্রান্ত হবার কারণে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য উপ-প্রধানমন্ত্রী ঞিষ্টয়া ফ্রিল্যান্ড কে প্রস্তুত রাখা হয়েছে। এ ব্যাপারে প্রিভি কাউন্সিল চিঠি দিয়ে সবাইকে জানিয়ে রেখেছে। সরকারি সূত্রে বলা হয়েছে জাস্টিন ট্রুডো সম্পূর্ণ সুস্থ আছেন এবং সেল্ফ আইসোলেশন এ নিজ বাসা থেকে রাষ্ট্রীয় এবং দাপ্তরিক সব কাজ করছেন।করোনা ভাইরাস মোকাবেলার মত জরুরি প্রস্তুতিতে হঠাৎ প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়লেও যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেজন্য আগে থেকেই প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব পালনকারী নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।পুরো কানাডার জনজীবনে উদ্বিগ্ন দিন দিন বেড়েই চলছে।।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৮ মার্চ ২০২০ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ